ETV Bharat / bharat

Parliament Winter Session : কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ কংগ্রেস-তৃণমূলের

author img

By

Published : Nov 29, 2021, 1:16 PM IST

Congress and TMC Protest Out Side Parliament
কৃষি আইন প্রত্যাহার বিলের আলোচনার দাবিতে বিক্ষোভ

লোকসভায় কৃষি বিল নিয়ে আলোচনা না করার প্রতিবাদে গান্ধি মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করলেন কংগ্রেস সাংসদরা (Parliament Winter Session) ৷ যে বিক্ষোভে সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধি অংশ নিয়েছিলন (Sonia Gandhi Demands discussion on farm laws repeal bill) ৷ তৃণমূলের তরফেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান ৷

নয়াদিল্লি, 29 নভেম্বর : বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবি এবং কৃষি বিল প্রত্যাহার বিল নিয়ে আলোচনার দাবিতে সংসদের বাইরে কংগ্রেস সাংসদের অবস্থান বিক্ষোভ ৷ গান্ধি মূর্তির বাইরে সেই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধি (Sonia Gandhi Protest for Demanding discussion on farm laws repeal bill) ৷ কংগ্রেসের এই বিক্ষোভে রাজ্যসভার নেতা রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভায় কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরী সামিল হন ৷ এদিন তৃণমূলও আলাদা ভাবে একই দাবিতে বিক্ষোভ দেখায় ৷

আজ সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session) শুরুর আগে বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক করেছিলেন মল্লিকার্জুন খাড়গে ৷ যে বৈঠকে কৃষি আইন প্রত্যাহার এবং অন্যান্য ইস্যুতে শীতকালীন অধিবেশনে বিরোধী ঐক্যমত গঠনের জন্য এই বৈঠক করেছিল কংগ্রেস ৷ যে বৈঠকে তৃণমূল সাংসদরা অংশ নেননি ৷ অন্যদিকে, এ দিন সংসদে অধিবেশন শুরু হতেই কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে আলোচনার দাবিতে শোরগোল শুরু হয় ৷ হট্টগোলের জেরে সংসদের দুই কক্ষের অধিবেশনই সাময়িকভাবে মুলতবি করে দেওয়া হয় ৷

আরও পড়ুন : Lok Sabha passes Farm Laws Repeal Bill 2021: আলোচনা ছাড়াই লোকসভায় পাশ কৃষি আইন প্রত্যাহার বিল

এ দিন তৃণমূলের তরফেও মহাত্মা গান্ধির মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখানো হয় ৷ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, দোলা সেনরা বিক্ষোভ দেখান ৷ লোকসভায় কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে আলোচনার দাবি জানিয়েছিলেন তৃণমূল সাংসদরা ৷ কিন্তু, কেন্দ্রের তরফে বিরোধীদের দাবিকে গুরুত্ব দেওয়া হয়নি ৷ বেলা 12টার পর অধিবেশন শুরু হওয়ার পর ধ্বনি ভোটে লোকসভায় বিলটি পাশ হয়ে যায় ৷

আরও পড়ুন : TMC not joining opposition meet: শীতকালীন অধিবেশনের আগে বিরোধী ঐক্যে চিড়, কংগ্রেসের ডাকা বৈঠকে নেই তৃণমূল-পাওয়ার

এ নিয়ে মোদি-শাহকে নিশানা করে একটি টুইট করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ তিনি অভিযোগ করেছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিল নিয়ে আলোচনা না করে সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন ৷ কৃষি আইন তার প্রত্যক্ষ উদাহরণ ৷ 27টি বিল আগের অধিবেশনে গড়ে 10 মিনিটের আলোচনায় পাশ করিয়ে দেওয়া হয়েছিল ৷’’ প্রসঙ্গত, গত 19 নভেম্বর প্রধানমন্ত্রী তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন (farm laws Repeal) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.