ETV Bharat / bharat

Man Kills Father: অনলাইনে ছুরি অর্ডার করে বাবাকে খুন করল ছেলে

author img

By

Published : Mar 31, 2023, 8:01 PM IST

বাবাকে খুন করার জন্য অনলাইন অ্যাপ থেকে ছুরি অর্ডার করেছিল ছেলে ৷ বিহারের নালন্দায় একটি হত্যাকাণ্ডের রহস্য়োদ্ঘাটন করে এমনই চাঞ্চল্যকর তথ্য জানাল পুলিশ ৷

Man Kills Father ETv bharat
বাবাকে খুন

নালন্দা, 31 মার্চ: বিহারের নালন্দায় 15 দিন আগে ঘটে যাওয়া একটি হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ । হত্যা মামলার তদন্তে যে তথ্য বেরিয়ে এসেছে তা রীতিমতো চাঞ্চল্যকর । গিরিয়াক থানা এলাকার ধোরাহি গ্রামের কাছে 31 নং জাতীয় সড়কে এক ব্যক্তি খুন হয়েছিলেন ৷ পুলিশ জানতে পেরেছে যে অপরাধী হলেন মৃতের ছেলে ৷ সে তার বাবাকে খুন করার জন্য অনলাইন অ্যাপ থেকে অস্ত্র কিনেছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷

নির্মীয়মাণ সেতুর নৈশপ্রহরী খুন: 15 মার্চ রাতে গিরিয়াক থানার ধোরাহি গ্রামের কাছে নির্মীয়মাণ একটি সেতুর নিরাপত্তারক্ষী সনোজ সিংকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় । রাজগীরের ডিএসপি প্রদীপ কুমার শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, 31 নম্বর জাতীয় সড়কে নির্মীয়মাণ সেতুতে নাইট গার্ডের ডিউটিতে থাকা সনোজ সিংকে অজ্ঞাত অপরাধীরা ছুরিকাঘাতে হত্যা করে । নালন্দার পুলিশ সুপার জানান, এই হত্যা মামলায় খুব গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয় এবং এতটুকুও দেরি না করে গঠিত হয় বিশেষ তদন্তকারী দল ৷

ছেলেই বাবাকে হত্যা করেছে: তদন্তকালে উন্নত প্রযুক্তি ও পুলিশের তৎপরতায় এই হত্যার রহস্য উন্মোচিত হয়েছে বলে জানান ডিএসপি । তিনি জানান যে, মৃত ব্যক্তিকে খুন করেছে তাঁর ছেলে ৷ অভিযুক্ত শ্রীকেশ কুমারকে গ্রেফতার করা হয়েছে । হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে বলতে গিয়ে ডিএসপি জানান, বাড়ির অভ্যন্তরীণ কলহের জেরেই শ্রীকেশ তার বাবাকে হত্যা করেছে বলে জানা যাচ্ছে ৷

অনলাইনে ছুরির অর্ডার দেওয়া হয়: ডিএসপি জানিয়েছেন, এই ঘটনার সবচেয়ে চাঞ্চল্যের বিষয় হল অপরাধে ব্য়বহৃত ছুরিটি । সেটি অনলাইন শপিং অ্যাপ থেকে অর্ডার করেছিল অভিযুক্ত । পুলিশি জেরার মুখে এ কথা স্বীকার করেছে অভিযুক্ত ৷ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি কেনার জন্য ই-কমার্স অ্যাপের অনলাইন অর্ডার সংক্রান্ত চালানও বের করা হয় অপরাধীর মোবাইল ফোন থেকে । ছুরি, মোবাইল ও সেই চালান বাজেয়াপ্ত করা হয়েছে ।

রাজগীরের ডিএসপি প্রদীপ কুমার বলেন, "31 নং জাতীয় সড়কে নির্মীয়মাণ সেতুতে ডিউটিতে থাকা নাইট গার্ড সনোজ সিংকে তাঁর নিজের ছেলে খুন করেছে । তাকে গ্রেফতার করা হয়েছে । অভিযুক্ত খুনের জন্য অনলাইনে ছুরি অর্ডার করেছিল । ছুরিটি ব্যবহার করা হয়েছে । অভিযুক্তের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে ৷"

আরও পড়ুন: পরিযায়ী শ্রমিকদের ঝামেলার বলি শিশু, কুপিয়ে হত্যা কেরলে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.