ETV Bharat / bharat

Shraddha Walker Murder Case: শ্রদ্ধাকে খুন করার পর অন্য একটি মেয়ের সঙ্গে ডেটিং করত আফতাব !

author img

By

Published : Nov 15, 2022, 9:35 PM IST

Updated : Nov 15, 2022, 10:04 PM IST

shraddha-walker-murder-case-aftab-amin-has-relationship-with-other-girls
shraddha-walker-murder-case-aftab-amin-has-relationship-with-other-girls

শ্রদ্ধাকে হত্যা (Shraddha Walker Murder Case) করার সময় অন্য মেয়েদের সঙ্গে সম্পর্কে ছিল অভিযুক্ত আফতাব আমিন (Aftab Amin Has Relationship with Other Girls) ৷ এমনই তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা ৷ দিল্লি পুলিশের একটি সূত্র এই খবর জানিয়েছে ৷

নয়াদিল্লি, 15 নভেম্বর: দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে (Shraddha Walker Murder Case) চাঞ্চল্যকর তথ্য ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালা (Aftab Amin Poonawala) শ্রদ্ধাকে খুন করার পর অন্য একটি মেয়ের সঙ্গে ডেট শুরু করেছিল (Aftab Amin Has Relationship with Other Girls) ৷ অভিযুক্তের ফোন থেকে এই তথ্য পুলিশ জানতে পেরেছে বলে জানা গিয়েছে ৷ দিল্লি পুলিশের একটি সূত্রের খবর, আফতাব শ্রদ্ধার দেহাংশ জঙ্গলে লোপাট করার সময় ওই মেয়েটির সঙ্গে সম্পর্কে ছিল ৷

দিল্লি পুলিশ সূত্রে খবর, একটি ডেটিং অ্যাপের মাধ্যমে একাধিক মেয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালা ৷ তবে, এটা জানা যায়নি সেই মেয়েগুলির সঙ্গে কবে থেকে যোগাযোগ ছিল আফতাবের ৷ পুলিশের ওই সূত্র খবর, আফতাব অনেকদিন ধরেই শ্রদ্ধাকে খুনের পরিকল্পনা করছিলেন ৷ আর তার জন্য অপরাধমূলক ক্রাইম সিরিজের পাশাপাশি, ইন্টারনেটেও অপরাধমূলক বিষয়ে খোঁজ খবর নিয়েছিল সে ৷

আরও পড়ুন: শ্রদ্ধার বাকি দেহাংশ উদ্ধারে আফতাবকে নিয়ে মেহরৌলির জঙ্গলে পুলিশ

প্রসঙ্গত, পুলিশকে জেরায় আফতাব জানিয়েছে, 6 মাস আগে শ্রদ্ধাকে শ্বাসরোধ করে খুন করেছিল সে (Shraddha Murder Case) ৷ এর পর তাঁর দেহ 35টি টুকরো করে ৷ দেহাংশগুলি রাখতে নতুন ফ্রিজ কেনে আফতাব ৷ এর পর ফ্রিজের ভিতরে প্যাকেটে করে দেহাংশগুলি লুকিয়ে রাখে ৷ এমনকি, নিয়মিত অফিসেও জেত আফতাব ৷ আর রোজ রাত 2টো নাগাদ মেহরৌলির জঙ্গলের বিভিন্ন প্রান্তে দেহাংশগুলি ফেলে আসত অভিযুক্ত যুবক ৷ সম্প্রতি শ্রদ্ধার বাবা পুলিশে মেয়ের নিঁখোজের অভিযোগ দায়ের করেছিলেন ৷ এর পরেই তাঁর লিভ-ইন-পার্টনার আফতাবকে জিজ্ঞাসাবাদে নারকীয় অপরাধের বিষয়টি প্রকাশ্যে আসে ৷

Last Updated :Nov 15, 2022, 10:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.