ETV Bharat / bharat

Sanjay Raut: জমি দুর্নীতি মামলায় 14 দিনের জেল হেফাজত সঞ্জয় রাউতের

author img

By

Published : Aug 8, 2022, 3:10 PM IST

Updated : Aug 8, 2022, 4:04 PM IST

Sanjay Raut
শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত

গোরেগাঁওয়ের পত্র চাউল জমি দুর্নীতি মামলায় সঞ্জয় রাউতকে (Sanjay Raut) গ্রেফতার করেছে ইডি ৷ আপাতত আগামী 22 অগস্ট পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ হয়েছে ৷

মুম্বই, 8 অগস্ট: 14 দিনের জেল হেফাজত হল শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের ৷ জমি দুর্নীতি মামলায় সোমবার এই নির্দেশ দিয়েছে মুম্বইয়ের বিশেষ আদালত (14 days Judicial custody for Sanjay Raut) ৷ আগামী 22 অগস্ট পর্যন্ত জেলে হেফাজতে থাকতে হবে তাঁকে ৷ উল্লেখ্য, গোরেগাঁওয়ের পত্র চাউল জমি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে ইডি ৷

আদালত এদিন নির্দেশ দিয়েছে, জেলের মধ্যেই ঘর থেকে আসা খাবার খেতে পারবেন রাউত ৷ তাঁকে নিয়মিত ওষুধও দিতে হবে জেল কর্তৃপক্ষকে ৷ তবে জেলের মধ্যে রাউতের জন্য বিছানার ব্যবস্থা করার অনুরোধ করেছিলেন তাঁর আইনজীবী, সেই দাবি মানেনি আদালত ৷

আরও পড়ুন: পলাতক 'বিজেপি নেতা'র বাসভবনের 'বেআইনি নির্মাণ' ভেঙে দিল প্রশাসন

গোরেগাঁওয়ের পত্র চাউল জমি দুর্নীতি মামলায় গত 1 অগস্ট শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে গ্রেফতার করে ইডি ৷ তার আগে 31 জুলাই সঞ্জয়ের বাড়িতে হানা দেয় ইডি ৷ দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে আটক করা হয় ৷ এই মামলাতেই বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে রাউতের স্ত্রী'র বিরুদ্ধেও ৷ ইডি সূত্রে খবর, এই আর্থিক দুর্নীতির পরিমাণ প্রায় 1 হাজার 34 কোটি টাকা ৷

Last Updated :Aug 8, 2022, 4:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.