ETV Bharat / bharat

Shashi Tharoor: সভাপতি লড়তে উৎসাহ দিয়েছেন রাহুল গান্ধি, দাবি শশী থারুরের

author img

By

Published : Oct 5, 2022, 7:09 AM IST

shashi-tharoor-claims-rahul-told-me-i-must-run-for-congress-president-polls
Shashi Tharoor: সভাপতি লড়তে উৎসাহ দিয়েছেন রাহুল গান্ধি, দাবি শশী থারুরের

কংগ্রেসের সভাপতি পদে সম্মুখসমরে শশী থারুর (Shashi Tharoor) ও মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ৷ শশীর দাবি, রাহুল গান্ধি (Rahul Gandhi) তাঁর পাশে থাকার ইঙ্গিত দিয়েছেন ৷ সত্যিই কি তাই ?

তিরুঅনন্তপুরম (কেরালা), 5 অক্টোবর : কংগ্রেসের সভাপতি পদের নির্বাচনে (Congress President Polls) লড়ছেন সাংসদ শশী থারুর (Shashi Tharoor) ৷ এই লড়াইয়ে তিনি রাহুল গান্ধিকে (Rahul Gandhi) পাশে পেয়েছেন বলে ইঙ্গিত দিয়েছেন ৷ যদিও শশীর দাবি, তিনি মনোনয়ন প্রত্যাহার করুন, এমনটা অনেকেই চান ৷ সেই দাবি কংগ্রেসের ওই নেতারা রাহুলের কাছেও জানিয়েছেন ৷

কেরালার তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর সেখানে ভোটের প্রচারের জন্য হাজির হয়েছিলেন ৷ সেই প্রচারের মাঝে তিনি দাবি করলেন, তাঁকে মনোনয়ন প্রত্যাহারের জন্য কখনোই বলবেন না বলে রাহুল ৷ সোনিয়া-পুত্রের কাছ থেকেই তিনি এমনটা জেনেছেন ৷ কারণ হিসেবে শশীর ব্যাখ্যা, রাহুল গত 10 বছর ধরে চান কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনে লড়াই হোক ৷ তাই তাঁর অবশ্যই এই ভোটে লড়াই করা উচিত, এমনটাই তাঁকে রাহুল জানিয়েছেন ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শশী থারুর জানেন যে তাঁর প্রতিপক্ষ মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) এই ভোটে তাঁর চেয়ে রাজনৈতিক ভাবে অনেকটাই এগিয়ে ৷ তাছাড়া খাড়গের দিকে সমর্থনও বাড়ছে ৷ এই পরিস্থিতিতে নিজেকে লড়াইয়ে রাখতে রাহুল তাঁর পাশে রয়েছেন বলে বার্তা দিতে চাইলেন এটা বলে যে কংগ্রেসের প্রাক্তন সভাপতি তাঁকে লড়াইয়ে থাকতে বলেছেন ৷ তবে রাহুল ঠিক কী চান, তা এখনও স্পষ্ট করেননি ৷

এদিকে কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি কে সুধাকরণ প্রকাশ্যে মল্লিকার্জুন খাড়গেকে সমর্থন করার কথা ঘোষণা করেছেন ৷ যদিও সোমবারই কংগ্রেসের তরফে জানানো হয়েছিল যে এআইসিসি-র সাধারণ সম্পাদক থেকে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি-সহ দলের কোনও সংগঠনের কোনও পদাধিকারীই কারও পক্ষে বা বিপক্ষে প্রচার করতে পারবেন না ৷ তার পরও কে সুধাকরণের মন্তব্য আসলে কংগ্রেসের অন্দরের একটা অংশের মনোভাব স্পষ্ট করছে বলে রাজনৈতিক মহলের মত ৷

সেটা বুঝেই বোধহয় শশী জানিয়েছেন যে তিনি কোনও বড় কোনও নেতার সমর্থন আগেও আশা করেননি ৷ এখনও করছেন না ৷ বরং নাগপুর, ওয়ার্ধা, হায়দরাবাদের কংগ্রেস কর্মীরা তাঁকে লড়াইয়ে উৎসাহ দিয়েছেন ৷ পিছিয়ে না আসার জন্য অনুরোধ করেছেন ৷ তিনি ওই কর্মীদের কখনও আশাহত করবেন না বলেও থারুর জানিয়েছেন ৷

একই সঙ্গে কে সুধাকরণের বক্তব্য নিয়ে নিজের মতও প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘ (United Nations) থেকে কাজ করে আসা প্রাক্তন এই আমলা ৷ তিনি বলেন, ‘‘ হতে পারে৷ কিন্তু আমি সেটা বলছি না ৷ মানুষের মনে কী চলছে, সেটা আমি খুঁজতে চাই না ৷ আমি একটাই জিনিসই বলতে চাই, কেউ গোপনে বলুন আর প্রকাশ্যে, ব্যালট কিন্তু গোপনই থাকবে ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, আগামী 17 অক্টোবর কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন ৷ লড়াইয়ের ময়দানে একদিকে রয়েছেন শশী থারুর ৷ অন্যদিকে রয়েছেন রাজ্যসভার বিরোধী দলেনতা মল্লিকার্জুন খাড়গে ৷ 9000 কংগ্রেস নেতা ভোটদানে অংশ নিতে পারবেন ৷ ভোট গণনা হবে আগামী 19 অক্টোবর ৷

আরও পড়ুন : কংগ্রেস সভাপতি নির্বাচনে মুখোমুখি খাড়গে-থারুর, গান্ধিরা থাকবেন নিরপেক্ষ !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.