BJP Claim on Taj Mahal : তাজমহল বানাতে হিন্দু প্রাসাদ দখল করেছিলেন শাহজাহান, দাবি বিজেপি সাংসদের

author img

By

Published : May 11, 2022, 11:07 PM IST

BJP Claim on Taj Mahal News
তাজমহল বানাতে হিন্দু প্রাসাদ দখল করেন শাহজাহান ()

বিজেপি সাংসদ দিয়া কুমারীর দাবি, আগ্রায় যে জমিতে তাজমহল তৈরি করা হয়েছে তা জয়পুরের রাজপরিবারের ৷ সেখানে একটি প্রাসাদ ছিল যা মুঘল সম্রাট শাহজাহান দখল করেছিলেন (Taj Mahal was Hindu palace says BJP MP) ৷

জয়পুর, 11 মে : তাজমহল বানাতে হিন্দু প্রাসাদ দখল করেন মুঘল সম্রাট শাহজাহান ৷ দিল্লির আগ্রায় এখন যেখানে তাজমহল রয়েছে আসলে সেটি জয়পুরের রাজপরিবারের সম্পত্তি ছিল ৷ তা দখল করেই সেখানে তাজমহল বানান শাহজাহান, বুধবার এমনটাই দাবি করলেন রাজস্থানের রাজসমান্ধের সাংসদ দিয়া কুমারী (BJP MP Diya Kumari claims Taj Mahal built in place of Hindu) ৷

সংবাদমাধ্যমের সামনে দিয়া কুমারী এদিন দাবি করেন, আগ্রায় যে জমিতে তাজমহল তৈরি করা হয়েছে তা আসলে জয়পুর রাজপরিবারের সম্পত্তি ছিল ৷ সেটি দখল করেন মুঘল সম্রাট শাহজাহান ৷ তারপর সেখানে তৈরি হয় প্রেমসৌধ ৷ রাজপরিবারের সদস্যা দিয়া বলেন, "আমাদের কাছে যে নথি রয়েছে তাতে স্পষ্ট যে তাজমহলের ওই জমিতে আগে একটি প্রাসাদ ছিল । শাহজাহান তা দখল করেছিলেন । জমিটি আসলে জয়পুর রাজপরিবারের ছিল ৷ সেটি আসলে আমাদের ছিল ।"

সাংসদ আরও বলেন, "জায়গাটি শাহজাহানে ভাল লেগেছিল তাই তিনি তা দখল করে নেন ৷ আমি শুনেছি, তিনি এর পরিবর্তে কিছু ক্ষতিপূরণ দিয়েছেন । আদালত নির্দেশ দিলে আমরা নথিগুলি দেখাতে পারি ৷" এই বিষয়টি নিয়ে চলতি মাসের শুরুতেই এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে একটি মামলা দায়ের হয়েছে ৷

তাজমহলের কুড়িটি বন্ধ কক্ষের মধ্যে হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে কিনা তা তদন্ত করে দেখার ভার প্রত্নতত্ত্ব বিভাগকে দেওয়ার কথা বলা হয়েছে মামলায় ৷ এনিয়ে দিয়া বলেন, এটা ভাল কথা যে কেউ নিয়ে মামলা দায়ের করেছেন ৷ সেই মামলাতেই প্রয়োজন পড়লে রাজপরিবারের কাছে থাকা নথি পেশ করা হবে বলে জানান সাংসদ ৷

প্রসঙ্গত, এর আগে অযোধ্যা মন্দির বিবাদের সময় জয়পুর রাজপরিবার দাবি করেছিল যে তাঁরা ভগবান রামের বংশধর ।

আরও পড়ুন : Delhi HC on Criminalising Marital Rape: বৈবাহিক ধর্ষণ কি অপরাধ ? দ্বিধাবিভক্ত দিল্লি হাইকোর্ট, মামলা এবার সুপ্রিম দ্বারে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.