ETV Bharat / bharat

Fire in Ahmedabad Hospital: বিধ্বংসী আগুন! 100 রোগীকে স্থানান্তরিত করল হাসপাতাল

author img

By

Published : Jul 30, 2023, 10:14 AM IST

Updated : Jul 30, 2023, 11:14 AM IST

Massive Fire breaks out at Ahmedabad Hospital: রবিবার ভোরে আমেদাবাদের একটি হাসপাতালে ভয়াবহ আগুন লাগে ৷ হাসপাতালের বেসমেন্ট আগুন লেগেছে বলে খবর ৷ প্রায় 100 জন রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

ETV Bharat
হাসপাতালে আগুন

আমেদাবাদ, 30 জুলাই: হাসপাতালে ভয়াবহ আগুন ৷ রবিবার ভোর সাড়ে 4টে নাগাদ ঘটনাটি ঘটেছে গুজরাতের আমেদাবাদে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, 10 তলার ওই হাসপাতালে আগুন লাগার পরপরই হাসপাতাল থেকে প্রায় 125 জন রোগীকে নিরাপদে বের করে আনা হয় ৷ দমকলের কমপক্ষে 25টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে ৷

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আমেদাবাদের শাহিবাগ এলাকায় রাজস্থান হাসপাতালে ভোর 4.30 মিনিট নাগাদ আগুন লাগে ৷ পুলিশ ইন্সপেক্টর এমডি চম্পাভাত বলেন, "দমকল আগুন নেভানোর কাজ করছে ৷ হাসপাতালের বেসমেন্ট থেকে অনর্গল ধোঁয়া বেরচ্ছে ৷ সেখানেই আগুন লেগেছে ৷" তিনি আরও জানান, একশোরও বেশি রোগীকে ওই বহুতল ভবন থেকে বের করে আনা হয়েছে ৷ তবে কেন আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি ৷ এই হাসপাতালটি পরিচালনার দায়িত্বে রয়েছে একটি ট্রাস্ট ৷ হাসপাতালে আগুন লাগার ঘটনায় কোনও হতাহত বা কারও প্রাণহানির খবর মেলেনি ৷

দমকলের আধিকারিক জয়েশ খাদিয়া বলেন, "রাজস্থান হাসপাতালে আগুন লেগেছে ৷ সেখানে কিছু সংস্কারের কাজ চলছিল ৷ হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ রোগীদের হাসপাতাল থেকে বের করা হয়েছে ৷" আরেক দমকল আধিকারিক জানান, হাসপাতালে সংস্কারের কাজ চলছে ৷ তাই বেসমেন্টে আগুন লাগার জায়গায় অনেক কিছু জমিয়ে রাখা হয়েছে ৷ তাই গলগল করে ধোঁয়া বের হচ্ছে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, দমকল আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে ৷

  • #WATCH | Fire Officer Jayesh Khadiya, says "Fire broke out at the second basement of Rajasthan Hospital. We got a call around 4:30 am. The reason for fire is yet to be ascertained. Some renovation work was underway in the basement. There is no casualty reported, patients have… pic.twitter.com/GrcrcKoFg3

    — ANI (@ANI) July 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: হাসপাতালে আগুন, দম বন্ধ হয়ে প্রাণ হারালেন এক রোগী

এর আগে জুলাই মাসের 27 তারিখ গভীর রাতে উত্তরপ্রদেশের গোরখপুরে একটি হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটে ৷ ওই হাসপাতালের ইমার্জেন্সিতে আগুন লাগায় তড়িঘড়ি রোগীদের সরিয়ে আনার কাজ করা হয় ৷ তবে ধোঁয়ায় দমবন্ধ হয়ে এক রোগীর মৃত্যু হয় ৷ তিনি এমনিতেই শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷

Last Updated : Jul 30, 2023, 11:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.