ETV Bharat / bharat

Road Accident in Rajasthan: ভরতপুরে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত 11, জখম 12 ; শোকজ্ঞাপন মোদির

author img

By PTI

Published : Sep 13, 2023, 8:27 AM IST

Updated : Sep 13, 2023, 10:49 AM IST

রাজস্থানে পথদুর্ঘটনায় প্রাণ হারালেন 11 জন ৷ আহত হলেন আরও 12 জন ৷ ঘটনায় শোকজ্ঞান করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

ETV Bharat
রাজস্থানে পথ দুর্ঘটনা

ভরতপুর, 13 সেপ্টেম্বর: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল 11 জনের ৷ আহত হয়েছেন কমপক্ষে 12 জন ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরে ৷ বুধবার জয়পুর-আগরা জাতীয় সড়কে ট্রাক ও বাসের সংঘর্ষ হয় ৷ সূত্রের খবর, 21 নম্বর জাতীয় সড়কের একটি উড়ালপুলে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ ঘটনায শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন ৷ জখম ব্যক্তিদের 50 হাজার টাকা করে দেওয়া হবে ৷ গুজরাত সরকারও মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা এবং আহতদের 50 হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা জানিয়েছে ৷

  • The Prime Minister has approved an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who have lost their lives due to the mishap in Bharatpur. The injured would be given Rs. 50,000 each.

    — PMO India (@PMOIndia) September 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুজরাত থেকে উত্তরপ্রদেশের মথুরায় যাচ্ছিল ওই বাসটি ৷ জানা গিয়েছে, দুর্ঘটনার সময় সেটি জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে ছিল ৷ সেই সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক ওই বাসটিকে পিছন থেকে ধাক্কা মারে ৷ এর জেরে প্রাণ হারিয়েছেন 6 জন মহিলা এবং 5 জন পুরুষ যাত্রী ৷ গুজরাতের ভাবনগর থেকে উত্তরপ্রদেশের মথুরাগামী ওই বাসটিতে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷

  • રાજસ્થાનમાં થયેલ માર્ગ અકસ્માતની કરુણ ઘટનામાં ગુજરાતના જે યાત્રિકોએ જીવ ગુમાવ્યો તે પ્રત્યેકના પરિવારજનને રૂ. 4 લાખ અને ઇજાગ્રસ્તોને રૂ. 50,000 ની સહાય ગુજરાત સરકાર કરશે. દુ:ખની આ ઘડીમાં રાજ્ય સરકાર મૃતકો અને ઇજાગ્રસ્ત યાત્રિકોના સ્વજનોની પડખે છે.

    — Bhupendra Patel (@Bhupendrapbjp) September 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাই জাতীয় সড়কের ধারে বাসটির মেরামতির কাজ চলছিল ৷ ঠিক সেই সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ভরতপুরের এসপি মৃদুল কাচাওয়া বলেন, "ওই দুর্ঘটনার সময় বাসের কয়েকজন যাত্রী বাস থেকে নেমে বাইরে দাঁড়িয়েছিলেন ৷ ট্রাক এসে সরাসরি তাঁদের ধাক্কা মারে। তার জেরেই দুর্ঘটনা। ঘটনায় আহতদের ভরতপুর জেলায় আরবিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ মৃতদেহ দেহগুলি মর্গে রাখা হয়েছে ৷"

এর আগে রবিবার ভরতপুরেরই রূপবাস থানা এলাকায় গাড়ি ও বাসের মুখোমুখে সংঘর্ষ হয় ৷ তাতে মৃত্যু হয় একই পরিবারের 6 জনের ৷ মৃতদের মধ্যে 2 জন শিশুও ছিল ৷ পরিবারের সদস্যরা রাজস্থানের খাতু শ্যাম জি'র মন্দির দর্শন করে ফিরছিলেন ৷ তাঁদের সবার বাড়ি খড়গপুরে ৷ বাসটি ওভারটেক করতে গিয়ে গাড়ির সামনে এসে ধাক্কা মারে ৷

আরও পড়ুন: তামিলনাড়ুতে ভ্যানে দ্রুতগামী লরির ধাক্কা, মৃত্যু 7 মহিলার

এর আগে, সোমবার তামিলনাড়ুতে একটি ভয়াবহ পথদুর্ঘটনা ঘটে ৷ সেই ঘটনায় কমপক্ষে 7 জন মহিলার মৃত্যু হয় ৷ দ্রুতগতিতে ছুটে আসা একটি লরি ভ্যানে ধাক্কা মারে ৷ ভ্যানের পাশে দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন মহিলা ৷ লরিটি তাঁদের পিষে দেয় ৷ 45 জনের একটি দল দু'টি ভ্যানে কর্ণাটকের বিভিন্ন স্থানে ঘুরতে গিয়েছিলেন ৷ 11 সেপ্টেম্বর ভোরে তাঁরা নিজের নিজের শহরে ফিরছিলেন ৷ সেই সময় বেঙ্গালুরু-চেন্নাই জাতীয় সড়কে একটি ভ্যান পাংচার হয়ে যায় ৷ ভ্যানচালক ভ্যানটি রাস্তার পাশে দাঁড়ি করিয়ে দেয় ৷ ভ্যানের যাত্রীরা রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন ৷ তখনই লরিটি এসে ধাক্কা মারে ৷

Last Updated : Sep 13, 2023, 10:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.