ETV Bharat / bharat

Road Accident: বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত 1

author img

By

Published : Dec 19, 2022, 12:57 PM IST

35 জন যাত্রী নিয়ে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল বেসরকারি বাস (Road Accident)৷ দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মহারাষ্ট্রের রায়গড় জেলার মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে ৷

Etv Bharat
মুম্বইয়ে পথ দুর্ঘটনা

মুম্বই, 19 ডিসেম্বর: রায়গড়ের খোপোলিতে একটি বেসরকারি বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল 1 জনের (1 Died and 10 Injured in a Road Accident Raigad)৷ আহত 10 ৷ একটি বিয়ের অনুষ্ঠান থেকে 35 জন যাত্রী নিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে ৷ সোমবার সকালে মহারাষ্ট্রের রায়গড় জেলার মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে ৷

এই বিষয়ে রায়গড়ের এক পুলিশ আধিকারিক জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর 35 জন যাত্রী সিন্ধুদুর্গ থেকে শাহপুর যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে ৷ ট্রাকটি পিছন থেকে বাসটিকে সজোরে ধাক্কা মারে ৷ যার ফলে বাস থেকে নিচে পড়ে যান চালক ৷ গড়িয়ে ট্রাকের নিচে চলে যাওয়াতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ এছাড়াও 10 জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনার পরই ট্রাক চালককে আটক করা হয় ৷ তদন্ত শুরু করেছে রায়গড় থানার পুলিশ ৷

আরও পড়ুন : 10 বছর আগে বাংলা থেকে নিখোঁজের সন্ধান মিলল গুজরাতে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.