ETV Bharat / bharat

Explosion at Tata Steel Plant : জামশেদপুর টাটা স্টিল প্ল্যান্টে বিস্ফোরণ, জখম একাধিক কর্মী

author img

By

Published : May 7, 2022, 3:31 PM IST

Updated : May 7, 2022, 4:11 PM IST

Explosion at Tata Steel Plant
জামশেদপুর টাটা স্টিল প্ল্যান্টে বিস্ফোরণ, জখম একাধিক কর্মী

শনিবার সকালে কারখানার কোক প্ল্যান্টের ব্যাটারি নম্বর 6 এবং 7-এর কাছে একটি গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা বড়সড় অগ্নিকাণ্ডের আকার নেয় ৷ বিষাক্ত গ্যাসে সে সময় প্ল্যান্টে কর্মরত 3 কর্মী গুরুতর জখম বলে জানিয়েছে জামশেদপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ (Several injured in a Major explosion at Tata Steel Plant in Jamshedpur) ৷

জামশেদপুর, 7 মে : জামশেদপুর টাটা স্টিল প্ল্যান্টে বিস্ফোরণ ৷ কোনও প্রাণহানির খবর না-মিললেও বিস্ফোরণের জেরে বিষাক্ত গ্যাস লিক হয়ে আহত প্ল্যান্টের একাধিক কর্মী ৷ শনিবার সকালে কারখানার কোক প্ল্যান্টের ব্যাটারি নম্বর 6 এবং 7-এর কাছে একটি গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা বড়সড় অগ্নিকাণ্ডের আকার নেয় ৷ আর অগ্নিকাণ্ডের জেরে প্ল্যান্টে গ্যাস লিক হতে থাকায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ যদিও দমকলের একাধিক ইঞ্জিনের তৎপরতায় সহজেই আগুন নিয়ন্ত্রণে আসে ৷ তবে বিষাক্ত গ্যাসে ঘটনার সময় প্ল্যান্টে কর্মরত 3 কর্মী গুরুতর জখম বলে জানিয়েছে জামশেদপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ (Several injured in a Major explosion at Tata Steel Plant in Jamshedpur) ৷

জামশেদপুর টাটা স্টিল প্ল্যান্টে বিস্ফোরণ

এ ব্যাপারে কর্তৃপক্ষের তরফে এক বিবৃতিও জারি করা হয়েছে ৷ যেখানে জানানো হয়েছে, এদিন সকাল 10টা 20 মিনিট নাগাদ কোক প্ল্যান্টে ব্যাটারি নম্বর 6-এর কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে ৷ দ্রুত অ্যাম্বুলেন্স এবং দমকল পৌঁছে ঘটনাস্থল ঘিরে দেয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ বেগ পেতে হয়নি ৷ তবে গুরুতর অসুস্থ কয়েকজনকে টাটা মেইন হাসপাতালে ভর্তি করা হয় ৷ বিষাক্ত গ্যাসের জেরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আরও অনেকে ৷

  • जमशेदपुर में टाटा स्टील प्लांट में ब्लास्ट होने की खबर मिली है। जिला प्रशासन, टाटा स्टील प्रबंधन के साथ सामंजस्य बनाकर घायलों के त्वरित इलाज हेतु कार्यवाई कर रही है।@DCEastSinghbhum

    — Hemant Soren (@HemantSorenJMM) May 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস দুর্ঘটনায় মৃত 3, আশঙ্কাজনক আরও পাঁচ

কী কারণে এই বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা নিশ্চিত করে বলা সম্ভব হয়নি এখনও ৷ তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই দুর্ঘটনার আসল কারণ জানানো সম্ভব হবে বলে জানিয়েছে স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ ৷ ঘটনায় উদ্বিগ্ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা টুইটে লেখেন, "জেলা প্রশাসন টাটা স্টিল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে ৷ পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসার জন্য যথাযত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ৷"

Last Updated :May 7, 2022, 4:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.