ETV Bharat / bharat

History of recent IAF Crashes: সাম্প্রতিক অতীতে বারবার ভেঙে পড়েছে বায়ুসেনার বিমান, গিয়েছে প্রাণ

author img

By

Published : Jan 28, 2023, 9:59 PM IST

বারবার দুর্ঘটনার শিকার হয়েছে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান ৷ তেমনই কিছু ঘটনা (History of recent IAF Crashes) তুলে ধরা হল ৷

several IAF planes crashed in recent time
প্রতীকী ছবি

হায়দরাবাদ: শনিবার ফের একবার দুর্ঘটনার কবলে পড়ল বায়ুসেনার বিমান ৷ এদিন পরপর দু'টি যুদ্ধবিমান ভেঙে পড়ে ৷ এর একটি হল সুখোই এসইউ-30 এবং অন্যটি মিরাজ-2000 ৷ তবে, এমন ঘটনা এদেশে প্রথম নয় ৷ সাম্প্রতিক অতীতে বারবার দুর্ঘটনার কবলে পড়েছে বায়ুসেনার একাধিক যুদ্ধবিমান ৷ তেমনই বেশ কিছু ঘটনা (History of recent IAF Crashes) তুলে ধরল ইটিভি ভারত ৷

12 অক্টোবর, 2022: গোয়ায় আরব সাগরের উপকূলে ভেঙে পড়ে একটি মিগ 29কে ফাইটার এয়ারক্রাফ্ট ৷ প্রশিক্ষণ চলাকালীন যান্ত্রিক ত্রুটির জেরে এই ঘটনা ঘটে ৷ তবে, বিমানটি ভেঙে পড়ার আগেই পাইলট নিজেকে বাঁচাতে সক্ষম হন ৷

28 জুলাই, 2022: রাজস্থানের বারমেরে ভেঙে পড়ে বায়ুসেনার মিগ-21 ৷ প্রাণ যায় বিমানে সওয়ার দুই চালকের ৷

24 ডিসেম্বর, 2021: রাজস্থানের জয়সলমীরে আছড়ে পড়ে মিগ-21 ৷ প্রাণ হারাতে হয় পাইলটকে ৷ ভারত-পাক সীমান্ত লাগোয়া সুদাসিরি নামক একটি গ্রামের কাছে বালিয়াড়িতে পূর্ণ একটি এলাকায় ভেঙে পড়ে বিমানটি ৷

21 অক্টোবর, 2021: উড়ানের প্রশিক্ষণ চলাকালীন মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় ভেঙে পড়ে একটি মিরাজ 2000 যুদ্ধবিমান ৷ এক্ষেত্রেও যান্ত্রিক ত্রুটিকেই দুর্ঘটনার কারণ বলে চিহ্নিত করা হয় ৷ তবে, পাইল সময় থাকতে বিমান ছেড়ে বেরিয়ে যান ৷

25 অগাস্ট 2021: প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা বারবার ঘটেছে ভারতীয় বায়ুসেনার ইতিহাসে ৷ তেমনই একটি ঘটনার সাক্ষী থাকতে হয়েছিল রাজস্থানের বারমেরকে ৷ সেদিন ভেঙে পড়েছিল একটি মিগ-21 যুদ্ধবিমান ৷ সেই ঘটনায় চালক গুরুতরভাবে জখম হন ৷ স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷

20 মে, 2021: পঞ্জাবের মোগা জেলায় বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় এক পাইলটের ৷ সেই দুর্ঘটনায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় মিগ-21 যুদ্ধবিমানটি ৷

17 মার্চ, 2021: বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় বায়ুসেনার এক গ্রুপ ক্যাপ্টেনের ৷ ঘটনাটি ঘটে গোয়ালিয়রে ৷ প্রশিক্ষণ পর্ব শুরুর মুখে ঘটে যায় দুর্ঘটনা ৷ ভেঙে পড়ে মিগ-21 বাইসন এয়ারক্রাফ্ট ৷ এই ঘটনায় পরবর্তীতে একটি তদন্ত কমিটিও তৈরি করা হয়েছিল ৷

5 জানুয়ারি, 2021: অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় একটি মিগ-21 বাইসন যুদ্ধবিমান ৷ ঘটনাটি ঘটে রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলার সুরাতগড়ে ৷ এক্ষেত্রেও প্রশিক্ষণ চলাকালীন যান্ত্রিক ত্রুটির জেরে দুর্ঘটনা ঘটে ৷

1 ফেব্রুয়ারি 2019: মাঝ-আকাশে বায়ুসেনার দু'টি বিমানের মধ্যে সংঘর্ষ হয় ৷ ঘটনায় এক পাইলটের মৃত্যু হয় ৷ আহত হন আরও দু'জন ৷ এয়ারো ইন্ডিয়া শো-এর মহড়া চলাকালীন এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বেঙ্গালুরু শহরে ৷

17 মার্চ, 2017: উড়ানের প্রশিক্ষণ চলাকালীন আছড়ে পড়ে বায়ুসেনার যুদ্ধবিমান ৷ মৃত্যু হয় পাইলটের ৷ মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ঘটনা ৷

আরও পড়ুন: মধ্যপ্রদেশে যুদ্ধবিমান দুর্ঘটনায় এক পাইলটের মৃত্যু দেখুন সেই ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.