ETV Bharat / bharat

Andhra Pradesh Train Accident: অন্ধ্রে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ, মৃত কমপক্ষে 6

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 9:40 PM IST

Updated : Oct 29, 2023, 10:38 PM IST

ETV Bharat
দুর্ঘটনাস্থলের ছবি

রবিবার সন্ধ্যায় অন্ধ্রের বিজয়নগরম জেলায় দু’টি প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ৷ লাইনচ্যুত হয় বিশাখাপত্তমন থেকে রায়গড়াগামী প্যাসেঞ্জার ট্রেনটির 3টি বগি ৷

অন্ধ্রে ট্রেন দুর্ঘটনা

বিশাখাপত্তনম, 29 অক্টোবর: ফের ট্রেন দুর্ঘটনা ৷ এবার দুর্ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশ ৷ রবিবার সন্ধ্যায় অন্ধ্রের বিজয়নগরম জেলায় দু’টি প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে বলে খবর ৷ ঘটনায় 3টি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর ৷ প্রাণ হারিয়েছেন কমপক্ষে 6 জন ৷ আহত বহু ৷

রেল সূত্রে খবর, এদিন সংঘর্ষ হয় 08504 বিশাখাপত্তনম-রায়গড়া প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে ওই একই রুট দিয়ে যাওয়া 08532 বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনের ৷ এই সংঘর্ষের ফলে লাইনচ্যুত হয় বিশাখাপত্তমন থেকে রায়গড়াগামী প্যাসেঞ্জার ট্রেনটির 3টি বগি ৷ ইতিমধ্যেই উদ্ধারকারী দল ও রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ এনডিআরএফ উদ্ধারকারী দলও এলাকায় যাচ্ছে বলে খবর ৷ স্থানীয় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা এলাকায় গিয়েছেন ৷ তবে অন্ধকারের জন্য উদ্ধার কাজে সমস্যা হচ্ছে ৷

মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল ও দুটি ট্রেন এক লাইনে চলে এল তা স্পষ্ট নয় ৷ এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি ৷ তিনি স্থানীয় প্রশাসনকে দ্রুত উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন ৷ দুর্ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে ৷ রেলের তরফে একাধিক হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে ৷

আরও পড়ুন: বিহার রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 5, লাইনচ্যুত ট্রেনের 21টি বগি

আর আগে চলতি মাসের 11 তারিখ বিহারের বক্সারে লাইনচ্যুত হত নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেসের 21টি বগি ৷ মৃত্যু হয় 5 জনের ৷ তার আগে এই বছরেই 2 জুন ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে ৷ তিন ট্রেনের সেই সংঘর্ষে মৃত্যু হয় 300 জনের ৷ আহত হন প্রায় হাজার জন ৷ বারবার এরকম দুর্ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ আতঙ্ক দানা বাঁধছে ট্রেনযাত্রীদের মধ্যেও ৷

Last Updated :Oct 29, 2023, 10:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.