ETV Bharat / bharat

Boat Capsized in UP: বালিয়ায় নৌকাডুবিতে বেশ কয়েকজনের মৃত্যু

author img

By

Published : May 22, 2023, 3:33 PM IST

Updated : May 22, 2023, 3:41 PM IST

Ballia Boat Accident
Ballia Boat Accident

উত্তরপ্রদেশের বালিয়ায় নৌকাডুবি ৷ জলে ডুবে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ হাসপাতালে বেশ কয়েকজনের চিকিৎসা চলছে ৷ নৌকায় আর কেউ আটকে আছে কি না, খতিয়ে দেখতে চলছে তল্লাশি অভিযান ৷

বালিয়া (উত্তরপ্রদেশ), 22 মে: নৌকাডুবিতে বেশ কয়েকজনের মৃত্যু ৷ সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়ার ফাফনা থানার অন্তর্গত মালদেপুরে ৷ পুলিশ জানিয়েছে, ওই নৌকায় 40 জন ছিলেন ৷ তাঁরা মুণ্ডন সংস্কারের জন্য গঙ্গার এক পার থেকে অন্য পারে যাচ্ছিলেন ৷ মাঝনদীতে আচমকাই নৌকা উলটে যায় ৷ বাঁচার দিকে নৌকায় থাকা যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করেন ৷

সেই চিৎকার শুনে নদীর পাড়ে যাঁরা ছিলেন, তাঁদের অনেকেই ঝাঁপিয়ে পড়েন নদীতে ৷ তাছাড়া স্থানীয় জেলেদের সহায়তা নেওয়া হয় ৷ তখন প্রাথমিকভাবে জলে ডুবে যাওয়া কয়েকজনকে উদ্ধার করা হয় । খবর পাওয়া মাত্রই পুলিশ যায় ঘটনাস্থলে ৷ পুলিশের তৎপরতায় ডুবুরি নামানো হয় জলে ৷ তাঁদের সহায়তায় অন্য লোকজনকে উদ্ধার করে আনা হয় । অনেককে অজ্ঞান অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

হাসপাতাল সূত্রে খবর, সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার জনের মৃত্যু হয় ৷ চারজনই মহিলা বলে পুলিশ জানতে পেরেছে ৷ এক যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ এখনও বেশ কয়েকজনকে উদ্ধার করার চেষ্টা চলছে ৷ বালিয়ার জেলাশাসক রবীন্দ্রকুমার অবশ্য জানিয়েছেন এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে ৷ চারজনের চিকিৎসা চলছে ৷

তিনি আরও জানিয়েছেন, জোরে হাওয়া চলছিল ৷ তার উপর নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায় ৷ এই পরিস্থিতিতে ভারসাম্য হারিয়ে ফেলে ওই নৌকা ৷ তার জেরেই এই দুর্ঘটনা ঘটে৷ নৌকায় প্রায় সকলকে উদ্ধার করা হয়েছে ৷ আর কেউ আটকে আছে কি না, তা দেখার জন্য ওই নৌকায় এখনও তল্লাশি চালানো হচ্ছে ৷

তবে স্থানীয় একটি সূত্র থেকে জানা গিয়েছে যে নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল । ফলে বেশি যাত্রী নেওয়ার জন্য নৌকাটি উলটে গেল কি না, সেটাও খতিয়ে দেখা হবে বলে পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷ এদিকে এই ঘটনার শোকস্তব্ধ মৃতের পরিজনরা ৷ তবে মৃতদের নাম ও পরিচয় এখনও পুলিশ-প্রশাসনের তরফে প্রকাশ করা হয়নি ৷

আরও পড়ুন: লুধিয়ানায় একই পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে খুন

Last Updated :May 22, 2023, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.