ETV Bharat / bharat

Firecracker Factory Explosion: শিবকাশীতে বাজি কারখানায় বিস্ফোরণে বাড়ছে মৃত্যু, অর্থ-সাহায্য ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 6:10 PM IST

Firecracker Factory Explosion
Firecracker Factory Explosion

Sivakasi Firecracker Factory Explosion: মঙ্গলবার সকালে তামিলনাড়ুর শিবকাশীতে দু’টি বাজি কারখানায় বিস্ফোরণ হয় ৷ এখনও পর্যন্ত 11 জনের মৃত্যু হয় ৷ আহত হয়ে অনেকে হাসপাতালে ৷ নিহতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ৷

শিবকাশী, 17 অক্টোবর: বাজি কারখানায় বিস্ফোরণে প্রায় 11 জনের মৃত্য়ুর খবর পাওয়া গিয়েছে তামিলনাড়ুর শিবকাশী থেকে ৷ মঙ্গলবার সকালে এই বিস্ফোরণ হয়৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বিরুদ্ধনগরের শিবকাশীতে এ দিন সকালে দু’বার বিস্ফোরণ হয় ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে 10 জনের মৃত্যু হয়েছে ও 15 জন আহত ৷ পরে মৃত্যুর সংখ্যা আরও এক বৃদ্ধি পায় ৷ বাকি আহতরা চিকিৎসাধীন ৷ তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ৷ ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ৷ মৃতদের পরিবার পিছু 3 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি ৷ পাশাপশি আহতদের জন্য 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন স্ট্যালিন ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, এ দিন প্রথম বিস্ফোরণ হয় কণিষ্কর বাজি কারখানায় ৷ এই কারখানাটি এম বুধাপট্টি রেঙ্গাপালায়ম এলাকায় ঘটে ৷ এই ঘটনার সময় কারখানায় 15 জন কাজ করছিলেন ৷ সেখানেই ন’জনের মৃত্যু হয় ৷ মৃতদের নাম - ভাক্যাম (35), মহাদেবী (50), পঞ্চভরম (35), বলমুরুগান (30), তামিলশেলভি (55), মুনেশ্বরী (32), থাঙ্গামালাই (33), অনিতা (40) ও গুরুভাম্মাল (55) ৷

দ্বিতীয় বিস্ফোরণটি হয় রেড্ডিয়াপট্টি এলাকায় ৷ সেখানে যে কারখানায় বিস্ফোরণ হয়, সেটি মুথু বিজয়ন নামে এক ব্যক্তির ৷ সেখানে একজনের মৃত্যু হয় ৷ তাঁর নাম ভেম্বু ৷ পরে যাঁর মৃত্যু হয়েছে ৷ তিনি কোন কারখানায় কাজ করছিলেন বা তাঁর কী নাম, সেই বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি ৷

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ পুলিশ এই নিয়ে এখনই কিছু বলতে নারাজ ৷ তবে পুলিশ সূত্রে খবর, সেখানে আতসবাজি তৈরি হচ্ছিল নাকি শব্দবাজি তৈরি হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ সেখানে অতিমাত্রার কোনও বিস্ফোরক ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন: তামিলনাড়ুতে বাজির গুদামে বিস্ফোরণে অন্তত 8 জনের মৃত্যু, আহত একাধিক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.