ETV Bharat / bharat

Ludhiana Fire Incident : ঝুপড়িতে আগুন, লুধিয়ানায় পুড়ে মারা গেল একই পরিবারের 7 জন

author img

By

Published : Apr 20, 2022, 1:23 PM IST

সবাই ঘুমোচ্ছিলেন ৷ সেই সময় ঝুপড়িতে আগুন লাগে ৷ একমাত্র এক সদস্য ঝুপড়িতে ছিলেন না ৷ তাই প্রাণে বাঁচলেন (Ludhiana Fire Incident) ৷

Ludhiana Makkar Colony Fire
ভয়াবহ আগুনের গ্রাসে লুধিয়ানার ঝুপড়ি

লুধিয়ানা, 20 এপ্রিল : পুড়ে মৃত্যু হল একই পরিবারের 7 সদস্যের ৷ এর মধ্যে 5 জন শিশু ৷ বুধবার সকালে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে লুধিয়ানার শিল্পাঞ্চল টিব্বা রোডের মাক্কার কলোনির একটি ঝুপড়িতে ৷ পরিবারের একজন সদস্যই বেঁচে গিয়েছেন ৷ আগুন লাগার সময় তিনি ঝুপড়িতে ছিলেন না (Seven including 5 children burnt to death in Makkar Colony Ludhiana) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝুপড়ির কাছেই একটি বর্জ্য জমার জায়গা রয়েছে ৷ সেখানে আগুন জ্বলছে ৷ সেই আগুন থেকেই হয়তো ঝুপড়িতে আগুন লাগার ঘটনাটি হয়েছে ৷ লুধিয়ানা পূর্বের এসিপি সুরিন্দর সিং জানিয়েছেন ওই ঝুপড়িতে বিহার থেকে আসা পরিযায়ী শ্রমিকেরা থাকতেন ৷ তাঁরা ঘুমিয়ে ছিলেন, সেই সময় এই অগ্নিকাণ্ড হয় ৷

আরও পড়ুন : Maheshtala Fire : মহেশতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু একই পরিবারের 3 সদস্যের

মৃতরা হলেন সুরেশ সাহনি (55), তাঁর স্ত্রী অরুণা দেবী (52) ৷ তাঁদের পাঁচ সন্তান- রাখি (15), মনীষা (10), গীতা (8), চন্দা (5) এবং সানি (2) ৷ শ্রমিক দম্পতির প্রথম পুত্র রাজেশ ওয়ালওয়াল তাঁর এক বন্ধুর বাড়িতে ঘুমোতে গিয়েছিলেন ৷ তাই বেঁচে গিয়েছেন তিনি ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু হয়েছে ৷

লুধিয়ানা, 20 এপ্রিল : পুড়ে মৃত্যু হল একই পরিবারের 7 সদস্যের ৷ এর মধ্যে 5 জন শিশু ৷ বুধবার সকালে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে লুধিয়ানার শিল্পাঞ্চল টিব্বা রোডের মাক্কার কলোনির একটি ঝুপড়িতে ৷ পরিবারের একজন সদস্যই বেঁচে গিয়েছেন ৷ আগুন লাগার সময় তিনি ঝুপড়িতে ছিলেন না (Seven including 5 children burnt to death in Makkar Colony Ludhiana) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝুপড়ির কাছেই একটি বর্জ্য জমার জায়গা রয়েছে ৷ সেখানে আগুন জ্বলছে ৷ সেই আগুন থেকেই হয়তো ঝুপড়িতে আগুন লাগার ঘটনাটি হয়েছে ৷ লুধিয়ানা পূর্বের এসিপি সুরিন্দর সিং জানিয়েছেন ওই ঝুপড়িতে বিহার থেকে আসা পরিযায়ী শ্রমিকেরা থাকতেন ৷ তাঁরা ঘুমিয়ে ছিলেন, সেই সময় এই অগ্নিকাণ্ড হয় ৷

আরও পড়ুন : Maheshtala Fire : মহেশতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু একই পরিবারের 3 সদস্যের

মৃতরা হলেন সুরেশ সাহনি (55), তাঁর স্ত্রী অরুণা দেবী (52) ৷ তাঁদের পাঁচ সন্তান- রাখি (15), মনীষা (10), গীতা (8), চন্দা (5) এবং সানি (2) ৷ শ্রমিক দম্পতির প্রথম পুত্র রাজেশ ওয়ালওয়াল তাঁর এক বন্ধুর বাড়িতে ঘুমোতে গিয়েছিলেন ৷ তাই বেঁচে গিয়েছেন তিনি ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.