ETV Bharat / bharat

ট্রেডমার্ক নিয়ে যুদ্ধ, সুপ্রিম কোর্টের এজলাসে মদের বোতল নিয়ে হাজির প্রবীণ আইনজীবী

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 9:05 AM IST

ETV Bharat
সুপ্রিম কোর্টের কক্ষে মদের বোতল

Whisky bottles before CJI in Supreme Court: এজলাসের তখন চারদিকে শুধুই আইজীবী ৷ বেঞ্চে বসে রয়েছেন স্বয়ং প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আছেন আরও দুই বিচারপতি ৷ তার মাঝে দু'টি মদের বোতল এনে সবার সামনে রাখলেন প্রবীণ আইনজীবী মুকুল রোহাতগি ৷

নয়াদিল্লি, 6 জানুয়ারি: আদালত কক্ষে হাজির হুইস্কির বোতল ৷ তাও আবার দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সামনে ৷ ভরা কক্ষে আইনজীবীদের ভিড় ৷ সেখানে দু'টি মদের বোতল আনলেন প্রবীণ আইনজীবী মুকুল রোহাতগি ৷ তবে এমন আজব কাণ্ডে অবশ্য হেসে ফেললেন প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চের অন্য দুই বিচারপতি- জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র ৷

বিচারপতিরা প্রবীণ আইনজীবী রোহাতগিকে মশকরা করে বলেন, "আপনি আপনার সঙ্গে বোতল নিয়ে এসেছেন!" তবে এমন ঘটনার নেপথ্যে রয়েছে একটি মামলা ৷ দু'টি মদ উৎপাদনকারী কোম্পানির মধ্যে ট্রেডমার্ক লঙ্ঘন সংক্রান্ত একটি মামলা চলছে ৷ সেই মামলার স্বার্থে সুপ্রিম কোর্টে বিচারপতিদের সামনে মদের বোতল হাজির করেছেন প্রবীণ আইনজীবী রোহাতগি ৷

তিনি জোর দিয়ে জানান, দু'টি হুইস্কির বোতল কতটা একই রকম দেখতে তা প্রমাণ করতেই এটা করেছেন ৷ আর তিনি যে ট্রেডমার্ক লঙ্ঘনের বিষয়টি আদালতে পেশ করেছেন, তাও প্রধান বিচারপিতর বেঞ্চ চাক্ষুষ করতে পারবে ৷ মদের কোম্পানি পেরনোদ রিচার্ড ইন্দোরের জেকে এন্টারপ্রাইজের বিরুদ্ধে অভিযোগ করেছে, তারা একটি মদ উৎপাদন করে তার নাম দিচ্ছে 'লন্ডন প্রাইড' ৷ এত 'ব্লেন্ডার্স প্রাইড' নামের ট্রেডমার্কটি লঙ্ঘিত হচ্ছে ৷ তাই ইন্দোরের কোম্পানিটিকে এই ট্রেডমার্ক ব্যবহার বন্ধের নির্দেশ দিক আদালত ৷ পাশাপাশি ওই মদের বোতলটি 'ইম্পেরিয়াল ব্লু' নামের একটি ব্র্যান্ডের বোতলটির মতো দেখতে ৷ তাই জেকে এন্টারপ্রাইজ বোতলটির ধরনও নকল করেছে ৷ পেরনোদ রিচার্ড আবেদন জানিয়েছিল, জেকে এন্টারপ্রাইজের উপর সাময়িক স্থগিতাদেশ জারি করুক হাইকোর্ট ৷

এদিকে নভেম্বরে মধ্যপ্রদেশ হাইকোর্ট এই মামলার পর্যবেক্ষণে জানায়, যাঁরা স্কচ-হুইস্কির নেশা করেন, তাঁদের বেশিরভাগই সমাজের উচ্চবিত্ত মানুষ। তাঁরা যথেষ্ট শিক্ষিতও ৷ তাঁরা দু'টি মদের কোম্পানির ব্র্যান্ডের মধ্যে পার্থক্যটা সহজেই বুঝতে পারবেন ৷ তাই ইন্দোরের জেকে এন্টারপ্রাইজকে 'লন্ডন প্রাইড' নামে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করার কোনও কারণ নেই ৷

মধ্যপ্রদেশ হাইকোর্টের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়েছে ৷ শীর্ষ আদালতে পেরনোদ রিচার্ডের হয়ে মামলাটি লড়ছেন আইনজীবী মোহিত ডি রাম ৷ শুনানির সময় দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাঁর পর্যবেক্ষণে জানিয়েছিলেন, এই ব্যবসার ক্ষেত্রে বোতলের আকৃতি কীরকম, সেই বিষয়টি জড়িত রয়েছে ৷ বেঞ্চ পেরনোদ রিচার্ডের আবেদনের ভিত্তিতে একটি নোটিশ জারি করেছে ৷ দু'সপ্তাহ পর আবার শুনানি ৷

আরও পড়ুন:

  1. স্কুলে বসে মদ্যপানের অভিযোগ, সাসপেন্ড শিক্ষিকা
  2. মোদির রাজ্যে বৈধ হল মদ, সরকারি বিবৃতিতে নয়া বিতর্ক
  3. প্রাক্তন আইএফএ সচিবের বাড়িতে আয়কর হানা, বিদেশি মদ ব্যবসায় কারচুপির অভিযোগ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.