ETV Bharat / bharat

Supreme Court: গোধরা-কাণ্ডে দোষী সাব্যস্তের জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

author img

By

Published : Dec 15, 2022, 4:11 PM IST

Updated : Dec 15, 2022, 8:05 PM IST

2002 সালে গোধরায় সবরমতী এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনায় দোষী ফারুখ নামে এক ব্যক্তিকে জামিন দিল শীর্ষ আদালত (SC grants bail to convict in Godhra train coach burning case) ৷

ETV Bharat
Supreme Court

নয়াদিল্লি, 15 ডিসেম্বর: 2002 সালে গোধরায় ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তির জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের ৷ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরশিমার ডিভিশন বেঞ্চ (SC grants bail to convict in Godhra train coach burning case) ৷

যে ব্যক্তিকে এদিন জামিন দেওয়া হয়েছে তার নাম ফারুখ৷ 2004 থেকে জেলে রয়েছেন, ইতিমধ্যেই 17 বছর কেটে গিয়েছে জেলবন্দি অবস্থায়, এই মর্মে ফারুখের তরফে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানান হয় ৷ উল্লেখ্য, গোধরা কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া বেশকয়েকজন আদালতের রায়ে বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে ৷

আরও পড়ুন: জঙ্গলে পাওয়া দেহাংশ শ্রদ্ধারই, ডিএনএ পরীক্ষার পর জানাল পুলিশ

এদিন গুজরাত সরকারের পক্ষে শীর্ষ আদালতে সওয়াল করেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা ৷ তিনি বলেন, গোধরার ঘটনা চরম নৃশংসতার উদাহরণ ছিল ৷ যেখানে মহিলা ও শিশু সমেদ 59 জনকে পুড়িয়ে মারা হয় (Godhra train coach burning case) ৷ ৷ কিন্তু সবরিমালা এক্সপ্রেসে পাথর ছোঁড়ায় অভিযুক্ত ছিল ফারুখ ৷ তাঁর জামিনের বিরোধিতা করে এদিন সলিসিটর জেনেরাল তুষার মেহতা বলেন, ট্রেনে আগুন লাগানোর সঙ্গেই কামরাগুলির দিকে পাথর ছোঁড়া হয়েছিল, যাতে ভিতর থেকে কেউ বাইরে বেরোতে না পারেন ৷ দমকল বাহিনীকে লক্ষ্য করেও পাথর ছোঁড়া হয় ৷ দু'পক্ষের সওয়াল-জবাব শোনার পরে এদিন ওই ব্যক্তির জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট ৷

Last Updated :Dec 15, 2022, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.