ETV Bharat / bharat

Shraddha Murder Case: শ্রদ্ধার 'খুনি'কে ফাঁসিতে ঝোলানো হোক, দাবি সঞ্জয় রাউতের

author img

By

Published : Nov 16, 2022, 6:28 PM IST

Updated : Nov 16, 2022, 7:23 PM IST

Sanjay Raut demands to hang Aftab Amin Poonawalla in Shraddha Murder Case
Shraddha Murder Case: শ্রদ্ধার 'খুনি'কে প্রকাশ্য়ে ফাঁসিতে ঝোলানো হোক, দাবি সাংসদের

শ্রদ্ধা ওয়াকার (Shraddha Walker) খুনের ঘটনায় মূল অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে (Aftab Amin Poonawalla) প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানোর দাবি তুললেন মহারাষ্ট্রের শিবসেনা সাংসদ (Shiv Sena MP) সঞ্জয় রাউত (Sanjay Raut) ৷ এই বিষয়ে (Shraddha Murder Case) আর কী বললেন তিনি ?

মুম্বই, 16 নভেম্বর: শ্রদ্ধা ওয়াকার (Shraddha Walker) খুনে মূল অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে (Aftab Amin Poonawalla) সর্বসমক্ষে ফাঁসিতে ঝোলানোর দাবি তুললেন শিবসেনা সাংসদ (Shiv Sena MP) সঞ্জয় রাউত (Sanjay Raut) ৷ বুধবার মুম্বইয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সঞ্জয় বলেন, "এখনও পর্যন্ত যে সমস্ত তথ্যপ্রমাণ সামনে এসেছে, তা থেকেই স্পষ্ট যে শ্রদ্ধা ওয়াকারকে খুন করেছে তাঁরই প্রেমিক ৷ এসব ক্ষেত্রে আদালতে আইনি বিচারের কোনও প্রয়োজন নেই ৷ সমাজেরই এগিয়ে এসে বিচার করা উচিত ৷ ওই খুনিকে সবার সামনে ফাঁসিতে ঝোলানো উচিত ৷"

এই ঘটনার (Shraddha Murder Case) প্রেক্ষিতে 'লভ জিহাদ' নিয়েও সরব হন শিবসেনার এই নেতা ৷ সঞ্জয় বলেন, "আমাদের মেয়েদেরও বোঝা উচিত ৷ তাদের সামলে চলা উচিত ৷ তাদের বোঝা উচিত, তারা আগামী দিনে কী করতে চলেছে ৷ আমি দেখলাম, এরা তো শিক্ষিত ৷ মেয়েটির বাবা ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলেন ৷ কিন্তু, সে কিছুই বুঝতে চাইনি ৷ এখন একে আপনারা লভ জিহাদ বলুন, বা অন্য কিছু ৷ মরছে তো আমাদের ঘরের মেয়েরাই ৷"

আরও পড়ুন: আফতাবের সাইকো-অ্যাসেসমেন্ট টেস্ট করানোর ভাবনা দিল্লি পুলিশের

প্রসঙ্গত, প্রায় 6 মাস আগে আদতে মুম্বইয়ের বাসিন্দা শ্রদ্ধা ওয়াকারকে তাঁর দিল্লির বাড়িতে খুন করা হয় বলে অভিযোগ ৷ দিল্লি পুলিশের দাবি, এই ঘটনায় ইতিমধ্যেই দোষ স্বীকার করে নিয়েছেন শ্রদ্ধার 'প্রেমিক' আফতাব ৷ সূত্রের খবর, ভিন্ন সম্প্রদায়ের হওয়ায় আফতাবের সঙ্গে প্রেমের সম্পর্কে আপত্তি ছিল শ্রদ্ধার পরিবারের ৷ কিন্তু, শ্রদ্ধা পরিবারের বিরুদ্ধে গিয়েই আফতাবের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন ৷ এমনকী, মুম্বই ছেড়ে আফতাবের সঙ্গে দিল্লি চলে যান তিনি ৷ 6 মাস আগে সেখানেই আফতাব তাঁকে খুন করেন বলে অভিযোগ ৷ তারপর শ্রদ্ধার দেহ 35 টুকরো করে 18 দিন ধরে দিল্লির নানা প্রান্তে ফেলে দেন !

প্রকাশ্যে ফাঁসির দাবি ৷

এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে সারা দেশে ৷ ওয়াকিবহাল মহল বলছে, আফতাব যদি সত্যিই শ্রদ্ধাকে খুনের পর এভাব তাঁর দেহ লোপাট করেন, তাহলে একথা মানতেই হবে যে তিনি মানসিকভাবে সুস্থ নন ৷ আপাতত এ নিয়ে চলছে কাটাছেঁড়া ৷ তবে, এমন নৃশংস ঘটনা ঘটালেও কাউকে এভাবে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানোর দাবি তোলা যায় কি না, সেই প্রশ্ন উঠছেই ৷ কারণ, সেক্ষেত্রে তা হবে আইনবিরোধী ৷ একজন রাজনৈতিক নেতার সংবাদমাধ্যমে এমন বক্তব্য জনমানসে ভুল বার্তা দিতে পারেও বলে মনে করছেন বিশিষ্টরা ৷ তাঁদের বক্তব্য, আফতাবের দোষ প্রমাণ হলে অবশ্য তাঁর কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত ৷ কিন্তু, সেই শাস্তি দেবে আদালত ৷ অন্য কেউ নয় ৷

Last Updated :Nov 16, 2022, 7:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.