ETV Bharat / bharat

রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিত লিটল মাস্টার, অযোধ্যায় থাকবেন সচিন ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 8:43 PM IST

Updated : Jan 13, 2024, 9:15 PM IST

ETV Bharat
রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন সচিন

Sachin Tendulkar receives Ram Temple Invitation: রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দেশের বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিদের আমন্ত্রণ জানানো হচ্ছে ৷ আজ নিমন্ত্রিত হলেন সচিন তেন্ডুলকর ৷

মুম্বই, 13 জানুয়ারি: রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেলেন সচিন তেন্ডুলকর ৷ 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে ৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানও হবে ৷ এই অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷

22 জানুয়ারি রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি চলছে জোরকদমে ৷ মনে করা হচ্ছে, দেশের রাজনীতি থেকে শুরু করে খেলাধুলো-সহ বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিরা এই অনুষ্ঠানে আসবেন ৷ মেগাস্টার রজনীকান্ত, বলি সেলেব দম্পতি রণবীর কাপুর ও আলিয়া কাপুর, জ্যাকি শ্রফ ও তাঁর পুত্র টাইগার শ্রফ এবং আরও অনেক অভিনেতাদেরই আমন্ত্রণ জানানো হয়েছে ৷ সচিন তেন্ডুলকর শুধু ভারতেরই নয় বিশ্ব ক্রিকেটের মহাতারকা ৷ 'গড অফ ক্রিকেট', 'মাস্টার ব্লাস্টার' বলে পরিচিত তিনি ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন করবেন ৷ 22 তারিখ দুপুরে এই প্রাণ প্রতিষ্ঠা হবে ৷ রাম মন্দিরের গর্ভগৃহে এই অনুষ্ঠান হওয়ার কথা ৷ এমনটাই সিদ্ধান্ত নিয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ৷ অনুষ্ঠানের আগে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বা আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা দেশের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে পৌঁছচ্ছেন ৷ তাঁরা মানুষের কাছে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের কথা জানাচ্ছেন ৷ প্রত্যেককে বাড়ির কাছের মন্দিরে ভগবান রামের পুজো করার আর্জি জানাচ্ছেন ৷

বৈদিক আচার মেনে অযোধ্যায় রামলালার প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু হবে 16 জানুয়ারি ৷ বারাণসীর পুরোহিত লক্ষ্মী কান্ত দীক্ষিত 22 তারিখ এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পুজো করবেন ৷ অযোধ্যায় 14 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত সময়কালকে অমৃত মহোৎসব হিসেবে পালন করা হচ্ছে ৷ শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের দেওয়া তথ্য অনুযায়ী 10-15 হাজার মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে অযোধ্যার রামমন্দিরে ৷

আরও পড়ুন:

  1. রাম মন্দির উদ্বোধনকে ঘিরে কড়া নজরদারি, 10 হাজার সিসিটিভিতে মুড়ল অযোধ্যা
  2. রথ থেমেছিল, আন্দোলন নয়! মন্দির উদ্বোধনের আগে স্মৃতিতে ডুব আদবানির
  3. রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে 'দৈবিক চেতনার বিকাশ', 11 দিনের বিশেষ ব্রত প্রধানমন্ত্রীর
Last Updated :Jan 13, 2024, 9:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.