ETV Bharat / bharat

Rupee: টাকার দামে ফের রেকর্ড পতন, 1 ডলার কিনতে খরচ 83 টাকা 6 পয়সা

author img

By

Published : Oct 20, 2022, 1:26 PM IST

ভারতীয় মুদ্রার (Rupee) পতন অব্যাহত ৷ মার্কিন ডলারের (US Dollar) সাপেক্ষে বৃহস্পতিবার আরও 6 পয়সা দাম কমল টাকার ৷ 1 মার্কিন ডলারের দাম বেড়ে হল 83 টাকা 6 পয়সা ৷

Rupee hits record low of 83 06 against US dollar on thursday
Rupee: টাকার দামে ফের রেকর্ড পতন, 1 ডলার কিনতে খরচ 83 টাকা 6 পয়সা

নয়াদিল্লি, 20 অক্টোবর: দিন কয়েক আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) বলেছিলেন, ভারতীয় মুদ্রা বা রুপির (Rupee) দাম কমছে না ৷ বরং মার্কিন ডলারের (US Dollar) দাম বাড়ছে ৷ আর সেই কারণেই নিত্যদিন ডলারের সাপেক্ষে রেকর্ড পতন হচ্ছে ভারতীয় মুদ্রার ! সেই পতনের ধারা অবশ্য এখনও অব্যাহত ৷ তথ্য বলছে, বৃহস্পতিবার মার্কিন ডলারের সাপেক্ষে আরও 6 পয়সা কমেছে রুপির দাম ৷ বর্তমানে তাই 1 মার্কিন ডলার কিনতে ভারতের খরচ হচ্ছে 83 টাকা 6 পয়সা ৷ এবং গত কয়েক দিনের মতো আবারও দামের পতনে নতুন রেকর্ড তৈরি করেছে ভারতীয় রুপি ৷

এদিন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংকিং আদান-প্রদানের শুরুটাই হয় অত্যন্ত দুর্বলভাবে ৷ দিনের শুরুতে দেশীয় বাজারে ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দাম ছিল 83 টাকা 5 পয়সা ৷ পরে তা আরও কমে হয় 83 টাকা 6 পয়সা ৷ সব মিলিয়ে টাকার দাম কমে 6 পয়সা ৷

আরও পড়ুন: মুদ্রাস্ফীতি-মন্দা সত্ত্বেও রিটার্ন পেতে কীসে করবেন বিনিয়োগ ? জেনে নিন

বৃহস্পতিবারের আগে বুধবারের অবস্থাও ছিল শোচনীয় ৷ ওই দিন এক ধাক্কায় মার্কিন ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দাম কমে 60 পয়সা ৷ ফলে 1 মার্কিন ডলার কিনতে ভারতের খরচ হয় 83 টাকা ৷ বৃহস্পতিবার সেই রেকর্ডও ভেঙে গেল ! অন্যদিকে, মার্কিন ডলার ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে ৷ অন্যান্য ছয়টি দেশের মুদ্রার তুলনায় ডলারের দাম 0.07 শতাংশ বেড়ে 113.6 (ডলার সূচকের)-এ পৌঁছে গিয়েছে ৷

এদিকে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমছে ৷ প্রতি ব্যারেলে 0.17 শতাংশ কমে অপরিশোধিত তেলের দাম হয়েছে 92.25 মার্কিন ডলার ৷ অন্যদিকে, দেশীয় শেয়ার বাজারের অবস্থাও শোচনীয় ৷ বিএসই সেনসেক্সের বাণিজ্যিক আদানপ্রদান 140.09 পয়েন্ট অথবা 0.24 শতাংশ কমে এদিন 58 হাজার 967.10 পয়েন্ট থেকে শুরু হয় ৷ পাশাপাশি, এনএসই নিফটি পড়েছে 43.95 পয়েন্ট অথবা 0.25 শতাংশ ৷ নিফটিতে লেনদেন শুরু হয়েছে 17 হাজার 468.30 পয়েন্ট থেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.