ETV Bharat / bharat

Population Control: জনসংখ্যা নিয়ন্ত্রণে নীতি তৈরির পক্ষে সওয়াল আরএসএস প্রধান ভাগবতের

author img

By

Published : Oct 5, 2022, 12:28 PM IST

RSS Chief Mohan Bhagwat Demands Population Policy that will Equally Applicable to All
Population Control: জনসংখ্যা নিয়ন্ত্রণে নীতি তৈরির পক্ষে সওয়াল আরএসএস প্রধান ভাগবতের

1925 সালের বিজয়া দশমীর দিন প্রতিষ্ঠিত হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ৷ তাই প্রতিবছর এই দিনটি সংঘের সদর দফতরে বিশেষভাবে পালিত হয় ৷ বুধবার এই অনুষ্ঠানের প্রধানমন্ত্রী ছিলেন দু‘বার এভারেস্ট জয় করা প্রথম মহিলা পর্বোতারোগী সন্তোষ যাদব ৷ এই প্রথম কোনও মহিলারা আরএসএস-এর অনুষ্ঠানে প্রধান অতিথি হলেন ৷

নাগপুর (মহারাষ্ট্র), 5 অক্টোবর : জনসংখ্যা নিয়ন্ত্রণে (Population Control) আইন তৈরির পক্ষে সওয়াল করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবত (RSS Chief Mohan Bhagwat) ৷ বুধবার সংগঠনের দফতর নাগপুরে বিজয়া দশমীর অনুষ্ঠান থেকে এই সওয়াল করেন তিনি ৷

আরএসএস-এর প্রধানের কথায়, ‘‘যত জনসংখ্যা বাড়বে, ততই বোঝা বাড়বে, এটাই সত্যি ৷ আমাদের ভাবতে হবে 50 বছর পর আমরা কতজনকে খাওয়াতে পারব এবং সাহায্য করতে পারব ৷ জনসংখ্যায় ভারসাম্যহীনতা ভৌগোলিক সীমানা বদলে দেয় ৷’’

সেই কারণে তাঁর মত, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও ধর্মভিত্তিক জনসংখ্যা (Religion Based Population) খুবই গুরুত্বপূর্ণ ৷ এই বিষয়টিকে অবহেলা করা উচিত নয় বলেও তিনি মনে করেন ৷ সেই কারণেই তাঁর বক্তব্য, ‘‘একটা বিস্তারিত জনসংখ্যা নীতি (Population Policy) আনা প্রয়োজন এবং তা সকলের উপর সমানভাবে কার্যকর হওয়া উচিত ৷’’ তখনই জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যকরী হবে বলে তিনি মনে করেন ৷

  • #WATCH | Population imbalance leads to changes in geographical boundaries... Population control & religion-based population balance is an imp subject that can no longer be ignored...So a holistic population policy should be brought & should be equally applicable to all: RSS chief pic.twitter.com/hYU6itnO47

    — ANI (@ANI) October 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, প্রতি বছর বিজয়া দশমীতে আরএসএস-এর সদর দফতরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ বুধবারও তার ব্যতিক্রম হয়নি ৷ তবে এবারের অনুষ্ঠানের ব্যতিক্রমী ঘটনা হল কোনও মহিলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা ৷ এবার এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পর্বতারোহী সন্তোষ যাদব ৷ তিনি প্রথম মহিলা হিসেবে দু’বার মাউন্ট এভারেস্ট জয় করেছেন ৷ তাঁর উপস্থিতিতেই মোহন ভাগবত প্রতিবারের মতো এবারও শস্ত্র পূজন করেন ৷

ওই অনুষ্ঠানে মহিলাদের সমাধিকারের পক্ষেও সওয়াল করেন মোহন ভাগবত ৷ মহিলাদের বন্ধ দরজার আড়ালে রাখা উচিত নয় বলে তিনি মন্তব্য করেছেন ৷ একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রশংসা করেন ৷ সরকারি নীতির জন্য ভারত আত্মনির্ভরতার পথে এগোচ্ছে বলেও তিনি দাবি করেছেন ৷ তাই সরকারি বা বেসরকারি চাকরির পিছনে না ছুটে সকলকে আত্মনির্ভর হতে পরামর্শ দিয়েছেন তিনি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, কেশব বলিরাম হেডগেওয়ার 1925 সালে বিজয়া দশমীর দিনই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা করেছিলেন ৷ তাই এই অনুষ্ঠান আরএসএস-এর কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷

আরও পড়ুন : 92 বছরে প্রথমবার, আরএসএস আয়োজিত দশেরার অনুষ্ঠানে প্রধান অতিথি এক মহিলা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.