ETV Bharat / bharat

Ram Temple Consecration: রাম মন্দিরের উদ্বোধন ঘিরে বিশেষ উদ্যোগে আরএসএসের, বাড়ি বাড়ি প্রচারের নির্দেশ

author img

By PTI

Published : Nov 11, 2023, 10:32 AM IST

Updated : Nov 11, 2023, 10:45 AM IST

আগামী বছরের 22 জানুয়ারি হবে রাম মন্দিরের উদ্বোধন ৷ এদিন মন্দিরে রাম লালার মূর্তি প্রতিষ্ঠা হবে ৷ এই দিনটিকে উৎসবের মেজাজে পালন করার ডাক দিল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ ৷

ETV Bharat
অযোধ্যায় রাম মন্দির

নয়াদিল্লি, 10 নভেম্বর: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনটি প্রতিটি ভারতীয় জন্য আনন্দের ৷ এই দিনটিকে উৎসবের মতো করে পালন করার বার্তা দিল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ ৷ 22 জানুয়ারি রাম মন্দিরে রাম লালাকে প্রতিষ্ঠা করা হবে ৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ আরও অনেকে ৷

এই সপ্তাহের প্রথম দিকে গুজরাতের ভুজে আরএসএসের একটি তিন দিনের বৈঠক হয় ৷ সেখানে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং সেই দিন দেশের সর্বত্র কী কী অনুষ্ঠান হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় ৷ বৈঠক শেষে আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয়া হোসবলে সাংবাদিকদের জানান, রাম মন্দির উদ্বোধনের আগে 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত আরএসএস কর্মীরা দেশজুড়ে প্রচারে নামবেন ৷ তাঁরা প্রতিটি বাড়ির দরজায় দরজায় গিয়ে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাবেন ৷

আরএসএসের অন্যতম শীর্ষ নেতা সুনীল আম্বেকর বলেন, "অযোধ্যায় ভগবান শ্রীরামের একটি দারুণ মন্দির তৈরি হয়েছে ৷ 22 জানুয়ারি মন্দিরে দেবতার মূর্তি প্রতিষ্ঠা করা হবে ৷ আমাদের সবার জন্য এটা খুব আনন্দের মুহূর্ত। এমনকী যাঁরা দেশের বাইরে থাকেন তাঁদের কাছেও এটা আনন্দের বিষয় ৷ বহু বছরের প্রচেষ্টায় ভগবান শ্রীরামের মন্দির তৈরি হয়েছে ৷"

তিনি আরও জানান, এটা একটা উৎসব ৷ সবার পক্ষে অযোধ্যায় যাওয়া সম্ভব নয় ৷ তাই দেশের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ বাড়ির কাছে থাকা মন্দিরে গিয়ে এই উদযাপনে অংশ নিতে পারবেন ৷ সুনীল আম্বেকর আরও বলেন, "রাতে সবাই বাড়িতে প্রদীপ জ্বালাবেন ৷ প্রত্যেক দেশবাসীকে আরএসএস এই আবেদন করছে ৷" আরএসএস মনে করে, ভগবান রাম 'সম্মান, ভালোবাসা আর ধর্মে'র প্রতীক ৷ তাই তাঁর মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠান উৎসবের মতোই ৷ পাশাপাশি এই অনুষ্ঠান দেশবাসীকে সম্প্রীতির বার্তাও দেবে ৷ এই প্রসঙ্গে আম্বেকর বলেন, "মন্দিরে মূর্তি প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ভারত উন্নতির পথে আরও খানিকটা এগিয়ে যাবে ৷"

আরও পড়ুন:

Last Updated : Nov 11, 2023, 10:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.