ETV Bharat / bharat

ED Raid on Lalu Prasad Yadav family: লালুর পরিবারে ইডি'র অভিযান, উদ্ধার 1 কোটি নগদ ও বিপুল সোনা

author img

By

Published : Mar 11, 2023, 8:35 PM IST

Updated : Mar 11, 2023, 11:09 PM IST

Rs 1 Crore Cash and huge amount of Gold Seized during ED Raid on Lalu Prasad Yadav family
বিপাকে লালু প্রসাদ যাদবের পরিবার

দুর্নীতির তদন্তে নেমে লালু প্রসাদ যাদবের পরিবারের সদস্যদের বিভিন্ন সম্পত্তিতে অভিযান চালাল ইডি (ED Raid on Lalu Prasad Yadav family) ৷ উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা ও হিসাব বহির্ভূত নগদ 1 কোটি টাকা (Rs 1 Crore Cash Seized) ৷

নয়াদিল্লি, 11 মার্চ: লালু প্রসাদ যাদবের পরিবারে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল এনফোর্সট ডিরেক্টোরেট (ED Raid on Lalu Prasad Yadav family)! ইডি-র তরফে অন্তত তেমনটাই দাবি করা হচ্ছে ৷ এই অভিযানে নগদ প্রায় 1 কোটি টাকা উদ্ধার করা হয়েছে (Rs 1 Crore Cash Seized) ৷ যা হিসাব বহির্ভূত বলে জানিয়েছে ইডি সূত্র ৷ সেইসঙ্গে, 600 কোটি টাকার দুর্নীতিরও হদিশ পাওয়া গিয়েছে ! নিয়োগ দুর্নীতি এবং রেলের জমি কেলেঙ্কারির তদন্তে নেমে লালুর পরিবারে অভিযান চালিয়েছে ইডি ৷ তাদের তদন্তপ্রক্রিয়া এখনও জারি আছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ সেক্ষেত্রে আরও অনেক তথ্য প্রকাশ্যে আসার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন তাঁরা ৷

ইডি সূত্রে জানা গিয়েছে, তাদের ব়্যাডারে রয়েছেন সেইসব মানুষ, যাঁরা লালু প্রসাদ যাদব এবং তাঁর ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের আত্মীয় বা তাঁদের বিশেষ পরিচিত ৷ শুক্রবার এই আত্মীয়দেরই বিভিন্ন সম্পত্তিতে অভিযান চালায় ইডি ৷ একসঙ্গে অসংখ্য় জায়গায় চলে তল্লাশি অভিযান ৷ আর তাতেই মেলে সাফল্য ৷ উদ্ধার হয় প্রচুর গয়না ও নগদ টাকা ৷

শুক্রবারের এই অভিযানের পর ইডি-র পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়েছে, "এই তল্লাশি অভিযানে হিসাব বহির্ভূত নগদ 1 কোটি টাকা উদ্ধার করা হয়েছে ৷ একইসঙ্গে বেশ কিছু বিদেশি মুদ্রাও পাওয়া গিয়েছে ৷ যার মধ্য়ে রয়েছে 1 হাজার 900 মার্কিন ডলার ৷ সোনার বিস্কুট উদ্ধার হয়েছে 540 গ্রাম ৷ দেড় কিলোগ্রামের বেশি সোনায় গয়না পাওয়া গিয়েছে ৷ উদ্ধার হওয়া এই গয়নার বাজারদর প্রায় 1 কোটি 25 লক্ষ টাকা ৷ এছাড়াও, পাওয়া গিয়েছে অসংখ্য গুরুত্বপূর্ণ নথি ৷ যার মধ্যে রয়েছে বিভিন্ন জায়গায় অবস্থিত বহু জমির দলিল এবং জমি কেনাবেচার নথি ৷ এই নথিপত্র দেখে বেআইনি লেনদেনের আশঙ্কা করা হচ্ছে ৷ মনে করা হচ্ছে, প্রায় 600 কোটি টাকার আর্থিক দুর্নীতি করা হয়েছে ৷" একইসঙ্গে, বিভিন্ন জায়গায় মোটা অঙ্কের টাকার লেনদেনের মধ্যেও বহু কারচুপি খুঁজে পাওয়া গিয়েছে বলে দাবি করেছে ইডি ৷

আরও পড়ুন: তেজস্বীকে সিবিআই তলব নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব প্রিয়াঙ্কা

ইডি-র দাবি, লালু যখন রেলমন্ত্রী ছিলেন, তখন থেকে এই দুর্নীতির সূত্রপাত হয় ৷ বিহারের রাজধানী পটনা-সহ বহু জায়গায় রেলের জমি বেআইনিভাবে দখল করে রাখা হয়েছে ৷ এইসব দখল করেছেন লালুর পরিবারের সদস্যরা ৷ এমনকী, বহু ক্ষেত্রে জমির বিনিময়ে রেলে বেআইনি নিয়োগ করা হয়েছে ! ইডি-র আরও দাবি, লালুর পরিবারের বিভিন্ন সদস্যের দখলে থাকা এইসব জমির বর্তমান বাজারদর 200 কোটি টাকারও বেশি ৷

Last Updated :Mar 11, 2023, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.