ETV Bharat / bharat

Online Scam in Karnataka: ফোন নম্বরের সঙ্গে অ্যাকাউন্টের সংযুক্তিকরণ! অবসরপ্রাপ্ত অধ্যক্ষ খোয়ালেন 72 লক্ষ

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 1:22 PM IST

Updated : Nov 8, 2023, 1:36 PM IST

ETV Bharat
অনলাইন প্রতারণায় প্রৌঢ়া খোয়ালেন প্রায় 73 লক্ষ টাকা

অনলাইন প্রতারণায় সর্বস্বান্ত অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ৷ অভিযোগ, অবসরের সময় হাতে আসা প্রায় 73 লক্ষ টাকা অন্য আকাউন্টে স্থানান্তরিত করে ফেলেছে প্রতারকরা ৷

বেঙ্গালুরু, 8 নভেম্বর: সাইবার জালিয়াতির শিকার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ৷ এই ঘটনার জেরে তিনি লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন ৷ অনলাইন প্রতারণার কাণ্ডটি হয়েছে বেঙ্গালুরুতে ৷ নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই প্রিন্সিপাল অবসরগ্রহণের সময় 72.9 লক্ষ টাকা পেয়েছিলেন ৷ হোয়্যাটসঅ্যাপে তাঁর সঙ্গে দুই যুবকের আলাপ হয় ৷ তারা নিজেদের সত্যম পাণ্ডে এবং মিত্তাল বলে পরিচয় দেয় ৷ সময়ের সঙ্গে সঙ্গে অবসরপ্রাপ্ত ওই অধ্যক্ষের সঙ্গে দু'জনের ঘনিষ্ঠতা বাড়তে থাকে ৷

সত্যম ও মিত্তাল প্রৌঢ়াকে আরও বেশি অর্থ পাইয়ে দেওয়ার লোভ দেখাতে থাকে ৷ অভিযোগ, দু'জনে অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে কথা দেয় যে, তিনি লটারির টিকিটে বিপুল অঙ্কের টাকা জিততে পারবেন ৷ শুধু তাঁর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে একটি মোবাইল নম্বর যুক্ত করতে হবে ৷ আর এই মোবাইল নম্বরটি প্রৌঢ়াকে দেবে দু'জন ৷

এই ফাঁদেই পা দিয়ে বসেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ৷ দু'জনের কথায় তাঁর বিশ্বাস হয় এবং তাঁর দু-দু'টি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে জালিয়াতদের দেওয়া মোবাইল নম্বরের সংযুক্তিকরণ করে ফেলেন তিনি ৷ 26 অক্টোবর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ 50.5 লক্ষ টাকা পেয়েছিলেন ৷ তিনি এই অর্থ একটি জাতীয় ব্যাংকের অ্যাকাউন্টে গচ্ছিত রাখেন ৷ এরপর 31 অক্টোবর তিনি 22.3 লক্ষ টাকা পান এবং আরেকটি ব্যাংক অ্যাকাউন্টে জমা করেন ৷ ইতিমধ্যে প্রৌঢ়া এই দু'জনের দেওয়া নম্বর ব্যাংক অ্যাকাউন্টগুলিতে সংযুক্তি করে ফেলেছেন ৷

নভেম্বর মাসের প্রথম দিকে তিনি ব্যাংকে যান এবং তাঁর জমা-খরচের হিসেব-নিকেশ দেখেন ৷ আর তা দেখেই তাঁর চক্ষু চড়কগাছ হয়ে যায় ৷ 26 অক্টোবর থেকে 2 নভেম্বর সময়ের মধ্যে তাঁর দু'টি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রায় 73 লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে ৷ ওই বিশাল টাকা দু'জন জালিয়াত নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে বলে অভিযোগ ৷ এরপরেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ৷ এছাড়া সাইবার থানাতেও ঘটনাটি জানিয়ে অভিযোগ দায়ের করেছেন প্রৌঢ়া ৷ জানা গিয়েছে, তদন্ত শুরু হয়েছে ৷ এরকম আরও ঘটনা তদন্তকারী আধিকারিকদের নজরে এসেছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: মোবাইলে অ্যাপ ডাউনলোড করতেই ফাঁকা অ্যাকাউন্ট, সাইবার প্রতারণার শিকার মালদার যুবক

Last Updated :Nov 8, 2023, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.