ETV Bharat / bharat

Resolution against BBC: বিবিসির বিরুদ্ধে প্রস্তাব পাশ মহারাষ্ট্র বিধানসভায়, অনুপস্থিত বিরোধী শিবির

author img

By

Published : Mar 25, 2023, 5:26 PM IST

গুজরাত দাঙ্গা (Gujarat Riots 2002) নিয়ে তৈরি তথ্যচিত্রের জেরে বিবিসির বিরুদ্ধে প্রস্তাব পাশ করা হল মহারাষ্ট্র বিধানসভায় (Resolution against BBC passed in Maharashtra Assembly) ৷ শনিবারের এই ঘটনার সময় অধিবেশন কক্ষে অনুপস্থিত ছিলেন বিরোধী বিধায়করা ৷

Resolution against BBC passed in Maharashtra Assembly for their controversial Documentary on Gujarat Riots 2002
প্রতীকী ছবি

মুম্বই, 25 মার্চ: ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (British Broadcasting Corporation) বা বিবিসির বিরুদ্ধে প্রস্তাব পাশ করা হল মহারাষ্ট্র বিধানসভায় (Resolution against BBC passed in Maharashtra Assembly) ৷ শনিবার বিধানসভার অধিবেশনে এই প্রস্তাব পাশ করা হয় ৷ তাতে বলা হয়েছে, গুজরাত দাঙ্গা (Gujarat Riots 2002) নিয়ে বিবিসি যে তথ্যচিত্র তৈরি করেছে, তাতে ভারতের বিচারব্যবস্থায় অনভিপ্রেত হস্তক্ষেপ করা হয়েছে এবং দেশবাসীর মধ্যে সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টা করা হয়েছে ৷

সংশ্লিষ্ট বিষয়টিকে উত্থাপন করে এদিন বিধানসভায় প্রস্তাব পেশ করেন বিজেপি বিধায়ক অতুল ভাটকলকর ৷ সেই প্রস্তাবের উপর ভোটাভুটির আবেদন মঞ্জুর করেন অধ্যক্ষ রাহুল নরভেকর ৷ গুজরাত দাঙ্গা নিয়ে তথ্যচিত্র তৈরি করার জন্য বিবিসির কঠোর সমালোচনা করা হয় এই প্রস্তাবে ৷ ধ্বনি ভোটের মাধ্যমে এই প্রস্তাব পাশ হয়ে যায় ৷ তবে, যখন এই প্রস্তাবটি বিধানসভায় পেশ করা হয়েছিল, সেই সময় বিরোধীরা সেখানে উপস্থিত ছিলেন না ৷ যদিও আনুষ্ঠানিকভাবে তাঁদের এই অনুপস্থিতির কারণ বিবিসির তথ্যচিত্র সংক্রান্ত কোনও বিষয় নয় ৷

সূত্রের খবর, কংগ্রেস নেতা রাহুল গান্ধির একটি পোস্টারে বেশ কয়েকজন জুতো মারেন ! বিধানসভা চত্বরেই এই ঘটনা ঘটে ! বিরোধী বিধায়করা ঘটনায় দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করার আবেদন জানান ৷ কিন্তু, তাঁদের অভিযোগ, সব জেনেও কার্যত নির্বিকার থেকেছেন অধ্যক্ষ ৷ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অযথা গড়িমসি করেছেন তিনি ৷ সেই অভিযোগ তুলেই এদিন সভাকক্ষ ত্যাগ করেন বিরোধী বিধায়করা ৷ ফলে বিবিসিকে নিয়ে প্রস্তাব পেশ এবং ভোটাভুটির সময় বিরোধীরা অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন না ৷

আরও পড়ুন: বিবিসি ইস্যুতে হিটলারের সঙ্গে মোদির তুলনা মমতার

প্রসঙ্গত, বিবিসির সংশ্লিষ্ট তথ্যচিত্রটি নিয়ে ইতিমধ্যে কম জলঘোলা হয়নি ৷ কেন্দ্রের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই তথ্যচিত্র তৈরি করা হয়েছে ৷ ভারতে যাতে এই তথ্যচিত্রটি সম্প্রচারিত না হয়, তার জন্য সবরকম ব্যবস্থাও নেওয়া হয়েছে মোদি সরকারের তরফে ৷ কিন্তু, তারপরও সম্প্রচার পুরোপুরি বন্ধ করা যায়নি ৷ ইন্টারনেটে বহু মানুষ এই ছবি দেখেছেন ৷ এছাড়া, বামেদের তরফ থেকেও বিভিন্ন বিশ্ববিদ্য়ালয়ে বিবিসির তথ্যচিত্রটি দেখানোর বন্দোবস্ত করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.