ETV Bharat / bharat

Delhi Shocker Incident: দিল্লিতে পথ দুর্ঘটনায় তরুণী মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন মৃতার পরিবারের

author img

By

Published : Jan 2, 2023, 9:47 PM IST

ETV Bharat
কাঞ্ঝাওয়ালায় পথ দুর্ঘটনায় তরুণীর মৃত্যুর ঘটনায় মুখ খুলল মৃতার পরিবার

দিল্লির কাঞ্ঝাওয়ালায় পথ দুর্ঘটনায় তরুণীর মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে সত্য চাপা দেওয়ার অভিযোগ এনেছে মৃতার পরিবার (Kanjhawala girl death case) ৷ উপযুক্ত তদন্ত চান মৃতার মা ৷

কাঞ্ঝাওয়ালায় পথ দুর্ঘটনায় তরুণীর মৃত্যুর ঘটনায় মুখ খুলল মৃতার পরিবার

নয়াদিল্লি, 2 জানুয়ারি: দিল্লির কাঞ্ঝাওয়ালার ঘটনায় অবশেষে মুখ খুলল মৃত তরুণীর পরিবার ৷ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা ৷ মৃত্যুর আগে তাঁদের মেয়ের সঙ্গে অভিযুক্তরা কোনও খারাপ ঘটনা ঘটিয়েছিল কি না, তারও উপযুক্ত তদন্ত দাবি করেছে তরুণীর পরিবার ৷ মৃতার মা জানিয়েছেন, তাঁদের মেয়ের দেহ দেখতে দেওয়া হয়নি ৷ উদ্ধার হওয়ার সময় তাঁর দেহে কোনও পোশাক ছিল না (delhi kanjhawala accident)৷

উল্লেখ্য, বর্ষবরণের রাতে দিল্লিতে এক ভয়াবহ ঘটনার মুখে পড়তে হয় ওই তরুণীকে ৷ পুলিশের বয়ান অনুযায়ী, একটি স্কুটিতে করে যখন ওই তরুণী যাচ্ছিলেন সেসময়ে তাঁকে ধাক্কা মারে একটি গাড়ি (Kanjhawala girl death case) ৷ এর জেরে পরে যান ও তরুণী এবং তাঁর পোশাক আটকে যায় ওই গাড়ির চাকায় ৷ অভিযোগ, ওই অবস্থাতেই হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে এই তরুণীকে কয়েক কিলোমিটার নিয়ে যায় গাড়ির চালক ৷ ঘটনার জেরে মৃত্যু হয় ওই তরুণীর ৷ ওই গাড়িটিতে 5 জন সওয়ার ছিল বলে জানা গিয়েছে ৷ মনে করা হচ্ছে তারা মদ্যপ অবস্থায় ছিল ৷ পুলিশ যখন ওই তরুণীর দেহ উদ্ধার করে তখন তাঁর শরীরে পোশাকও ছিল না ৷ রাত 3টে থেকে 4টের মধ্যে ওই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷ দেহ উদ্ধার হয় 4টে 11 মিনিট নাগাদ (girl killed and body dragged by car in Delhi)৷

আরও পড়ুন: তরুণীকে হিঁচড়ে নিয়ে যাচ্ছে গাড়ি, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

এই ঘটনার পর শোকস্তব্ধ ওই তরুণীর পরিবার ৷ তাঁরা বিশ্বাসই করতে পারছেন না যে ঘরের মেয়ে আর বেঁচে নেই ৷ মৃতার পরিবারের দাবি, ঘরে সেই একমাত্র রোজগেরে ছিল ৷ ছোট ভাই-বোন আছে তাঁর ৷ তরুণীর মা অসুস্থ ৷ তাঁর দুই কিডনিই খারাপ, ঠিক করে হাঁটাচলা করতে পারেন না তিনি ৷ তাঁর মৃত্যুর পর সংসার কী করে চলবে সেটাই এখন চিন্তার বিষয় ৷ পুলিশ আসল ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ তরুণীর পরিবারের (Delhi Shocker Incident) ৷

ঘটনার সঠিক তদন্তের দাবি করেছে মৃতার পরিবার ৷ ঘাতক গাড়িটিতে সওয়ার 5 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ প্রায় 4 কিমি ওই তরুণীকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.