ETV Bharat / bharat

Himachal Pradesh Landslide: বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, শিবমন্দির এলাকা থেকে উদ্ধার 17টি দেহ

author img

By

Published : Aug 21, 2023, 10:33 AM IST

Updated : Aug 21, 2023, 10:39 AM IST

ETV Bharat
দেহ উদ্ধারে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী

হিমাচল প্রদেশের সিমলায় হিল এলাকায় ভূমিধসের ঘটনায়, এখনও পর্যন্ত 17টি মৃতদেহ ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হয়েছে ৷ একটি পরিবারের আরও দুটি মৃতদেহ উদ্ধারের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন।

সিমলা, 21 অগস্ট: সিমলায় ভূমিধসের ঘটনায় এখনও পর্যন্ত 17টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ রবিবার রাতে প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ মুখ্যসচিব প্রবোধ সাক্সেনা সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, একটি পরিবারের দুই সদস্যের মৃতদেহ এখনও উদ্ধার করা বাকি রয়েছে ৷

এই প্রসঙ্গে তিনি বলেন, "শিবমন্দিরে উদ্ধারের কাজ চলছে ৷ এখনও পর্যন্ত 17টি দেহ উদ্ধার করা হয়েছে ৷ 7 সদস্যের একটি পরিবারের দুটি দেহ উদ্ধার করা এখনও বাকি রয়েছে ৷ মনে করা হচ্ছে এছাড়া আরও তিনটি দেহ রয়েছে ৷ জেলা প্রশাসনের সঙ্গে কথা বলা হচ্ছে ৷ আমি মনে করি 2-3 দিনের মধ্যে তারা বাকি দেহগুলি উদ্ধার করা যাবে ৷"

তিনি আরও বলেন, "আশা করছি আগামী 3-4 দিনের মধ্যে কুল্লুতে আপেল বহনকারী ভারী যান চলাচল শুরু হবে ৷ কুল্লু থেকে আপেল আনার উপর জোর দেওয়া হচ্ছে ৷ বহু বছর ধরে অব্যবহৃত কুল্লুর বিবিএমবি রাস্তা গত 2 দিনে মেরামত করা হয়েছে ৷ এখন জাতীয় সড়কের অন্য অংশে কাজ চলছে ৷"

অবিরাম বৃষ্টির জেরে ভূমিধস ও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তার ফলে প্রবল ক্ষতির মুখে পড়েছে হিমাচল ৷ রাজ্য সরকার গোটা হিমাচলকে 'প্রাকৃতিক বিপর্যয় আক্রান্ত এলাকা' হিসেবে ঘোষণা করেছে ৷ রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, 24 জুন থেকে হিমাচলের মোট আর্থিক ক্ষতির পরিমাণ 8 হাজার 14 কোটি টাকারও বেশি ৷

সাম্প্রতিক সরকারি বুলেটিন বলছে, মোট 2 হাজার 22টি বাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 9 হাজার 615টি বাড়ি ৷ এই বছরের বর্ষার মরশুমে 113টি ভূমিধসের ঘটনা ঘটেছে ৷ প্রবল বর্ষায় মোট 224 জন প্রাণ হারিয়েছেন ৷ এখনও পর্যন্ত রাজ্যে সড়ক দুর্ঘটনায় 117 জন মারা গিয়েছেন ৷ ধসের এখনও পর্যন্ত 17টি দেহ উদ্ধার করা হয়েছে ৷ এখনও উদ্ধার কাজ চলছে ৷

আরও পড়ুন : উত্তরাখণ্ডে খাদে পড়ল বাস, মৃত 8

Last Updated :Aug 21, 2023, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.