ETV Bharat / bharat

CBSE RESULT : সিবিএসই রেজাল্টে পাশের হারে রেকর্ড, টুইটে শুভেচ্ছা মোদির

author img

By

Published : Jul 30, 2021, 7:41 PM IST

সিবিএসই (CBSE) পাশের হারে এ বছর রেকর্ড ৷ এ বছর পাশের হার 99.37 শতাংশ। মেয়েদের পাশের হার ছেলেদের তুলনায় বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব পড়ুয়াদের টুইটে শুভেচ্ছা জানিয়েছেন ৷

মেয়েদের পাশের হার ছেলেদের তুলনায় বেশি
মেয়েদের পাশের হার ছেলেদের তুলনায় বেশি

নয়াদিল্লি ,30 জুলাই : সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) শুক্রবার দ্বাদশ শ্রেণির ফল ঘোষণা করেছে ৷ যেখানে পাশের হার এবছর রেকর্ড । 99.37 শতাংশ ছেলেমেয়ে এ বছর পাশ করেছে। মেয়েদের পাশের হার ছেলেদের তুলনায় 0.54 শতাংশ বেশি। আগের বারের তুলনায় এ বছর 10 শতাংশ বেশি ছেলেমেয়ে পাশ করেছে। মেয়েদের তুলনায় ছেলেদের পাশের হার গত বছর 6 শতাংশ কম ছিল।

করোনা প্যানডেমিকের কারণে এবছর বোর্ডের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, একটি আলাদা অ্যাসেসমেন্ট পদ্ধতির মাধ্যমে দ্বাদশ শ্রেণির রেজাল্ট ঘোষণা করা হবে এবং তাই করা হয়েছে ৷

টুইটে শুভেচ্ছা মোদির
টুইটে শুভেচ্ছা মোদির

বোর্ডের তরফ থেকে 13 সদস্যের একটি প্যানেল গঠন করা হয়েছিল এবং তারা সিদ্ধান্ত নিয়েছিল দ্বাদশ শ্রেণির পরীক্ষার 30 শতাংশ নম্বর একাদশ শ্রেণির পরীক্ষার 30 শতাংশ নম্বর এবং দ্বাদশ শ্রেণির ইউনিট টেস্ট, অনলাইন অ্যাসেসমেন্টের 40 শতাংশ নম্বর নিয়ে রেজাল্ট তৈরি করা হবে ৷

আরও পড়ুন : CBSE RESULT : CBSE (সিবিএসই) দ্বাদশ শ্রেণির ফল বেরোল, 65 হাজার পড়ুয়ার রেজাল্ট আটকে

সুষ্ঠুভাবে এবং নির্দিষ্ট সময়সীমায় শিক্ষকদের এই দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হয়েছিল। স্কুলের সুবিধার্থে এবং তাদের ফলাফল সংকলন ও পরিমার্জন করতে এবং তাদের পক্ষ থেকে কোনও অনিচ্ছাকৃত ত্রুটি কমাতে, সিবিএসইর আইটি টিম তৈরি করা হয়েছিল। এমনটাই জানিয়েছেন এক্সামিনেশনের কন্ট্রোলার সন্যম ভরদ্বাজ।

এবছর 95 শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে । গত বছর যে সংখ্যাটা ছিল 38 হাজার 686, এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে 70 হাজার 4 জন ৷ যদিও 90 থেকে 95 শতাংশ নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা এ বছর কমেছে। আগের বছর সংখ্যাটি ছিল 1 লাখ 57 হাজার, 934 ৷ এ বছর সেটা দাঁড়িয়েছে 1 লাখ 50 হাজার 152।

বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের মধ্যে 129 জন 95 শতাংশ নম্বর পেয়েছে এবং 400 জন ছাত্র-ছাত্রী 90 শতাংশ নম্বর পেয়েছে। সিবিএসই সম্বন্ধযুক্ত বিদেশের স্কুলগুলির মধ্যে 99.92 শতাংশ ছেলেমেয়ে উত্তীর্ণ হয়েছে।

টুইটে শুভেচ্ছা মোদির
টুইটে শুভেচ্ছা মোদির

আরও পড়ুন : JADAVPUR UNIVERSITY : বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চশিক্ষা দফতর সিদ্ধান্তের সমালোচনা জুটার (JUTA)

কেন্দ্রীয় বিদ্যালয় এবং কেন্দ্রীয় টিবেটিয়ান স্কুল অ্যাডমিনিস্ট্রেশন 100 শতাংশ হারে পাশের রেকর্ড করেছে। যেখানে আগের বছরে তাদের পাশের হার ছিল 98.62 শতাংশ ৷

জহর নবোদয় বিদ্যালয় আগের বছরের তুলনায় এ বছর পাশের হারে উন্নতি দেখিয়েছে। আগের বছর তাদের পাশের হার ছিল 98.70 শতাংশ ৷ এ বছর তা বেড়ে হয়েছে 99.94 শতাংশ।

সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়গুলির পাশের হার বেড়েছে যথাক্রমে 4.78 শতাংশ এবং 7.92 শতাংশ। বেসরকারি বিদ্যালয়গুলিতে পাশের হার গত বছরের তুলনায় 11 শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.