ETV Bharat / bharat

Ranjan Gogoi on Privilege Motion : আইন আইনের পথেই চলবে, স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে মন্তব্য রঞ্জন গগৈয়ের

author img

By

Published : Dec 15, 2021, 1:29 PM IST

ranjan gogoi says on privilege motion law will take its own course
Ranjan Gogoi on Privilege Motion : আইন আইনের পথেই চলবে, স্বাধিকার ভঙ্গ নিয়ে মন্তব্য রঞ্জন গগৈয়ের

রাজ্যসভায় রাষ্ট্রপতির মনোনীত সাংসদ রঞ্জন গগৈ ৷ তিনি সম্প্রতি সংসদে উপস্থিতি নিয়ে একটি মন্তব্য করেছেন ৷ তা নিয়ে একাধিক বিরোধী দল তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেয় (Privilege Motion against Ranjan Gogoi) ৷ সেই নিয়েই এই মন্তব্য করেছেন তিনি ৷

নয়াদিল্লি, 15 ডিসেম্বর : আইন আইনের পথেই চলবে ৷ বুধবার এই মন্তব্য করেছেন রাজ্যসভার সাংসদ রঞ্জন গগৈ (Ranjan Gogoi says on Privilege Motion law will take its own course) ৷ তাঁর বিরুদ্ধে একাধিক রাজনৈতিক দল সংসদের উচ্চকক্ষে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে ৷ সেই প্রসঙ্গেই তিনি এই মন্তব্য করেন ৷

তিনি আরও জানিয়েছেন, আজ বুধবার রাজ্যসভার অধিবেশনে যোগ দিতে পারছেন না তিনি ৷ কিন্তু সোম ও মঙ্গলবার দু’দিন তিনি অধিবেশনে যোগ দিয়েছিলেন ৷ একই সঙ্গে জানিয়েছেন যে তিনি আগামিকাল, বৃহস্পতিবার অবশ্যই উপস্থিত থাকবেন ৷

একটি সূত্র থেকে জানা গিয়েছে, সম্প্রতি একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন রঞ্জন গগৈ ৷ সেখানে তিনি জানান, করোনা পরিস্থিতি ও সামাজিক দূরত্ববিধি মানা হচ্ছে না বলে সংসদে হাজির হতে আগ্রহী নন ৷ তিনি যখন মনে করবেন যে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর মত প্রকাশ করা উচিত, তখনই তিনি সংসদে হাজির হবেন ৷ তার পর তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে একাধিক রাজনৈতিক দল তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেয় ৷

আরও পড়ুন : Privilege Motions Against Ranjan Gogoi : রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গে প্রস্তাব এবার শিবসেনারও

প্রসঙ্গত, রঞ্জন গগৈ কোনও দলের সাংসদ নন ৷ তাঁকে রাজ্যসভায় মনোনীত করেছেন রাষ্ট্রপতি ৷ তাই তিনি কোনও দলের নির্দেশ মেনে চলবেন না বলেও ওই সাক্ষাৎকারে রঞ্জন গগৈ বলেছেন বলে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.