ETV Bharat / bharat

নতিস্বীকার করেও অ্যালোপ্যাথিকে সীমাবদ্ধ বলে রিটুইট রামদেবের

author img

By

Published : May 24, 2021, 8:53 AM IST

Updated : May 24, 2021, 9:23 AM IST

অ্যালোপ্যাথি চিকিৎসার ফলেই দেশে লক্ষ লক্ষ করোনা আক্রান্ত রোগীরা মারা যাচ্ছেন, অক্সিজেনের অভাবে নয় ৷ সম্প্রতি এমন মন্তব্য করে দেশের চিকিৎসকদের প্রবল রোষের মুখে পড়েন যোগগুরু রামদেব ৷ আইএমএ আইনি চিঠি পাঠায় তাঁকে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীও তাঁকে তাঁর বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করে, ক্ষমা চেয়ে চিঠি পাঠাতে জোর দেন ৷ এর পর কী করলেন রামদেব ?

রামদেব বনাম আইএমএ
রামদেব বনাম আইএমএ

নিউ দিল্লি, 24 মে : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে ক্ষমা চাইলেন যোগগুরু রামদেব ৷ সম্প্রতি একটি অনু্ষ্ঠানে দেশে করোনা সংক্রামিতদের মৃত্যুর জন্য অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতি ও চিকিৎসকদের দায়ী করেন তিনি ৷ এরপর ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) তাঁর এই বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করতে তাঁকে একটি আইনি নোটিস পাঠায় ৷ দেশের চিকিৎসকদের ক্ষোভের মুখে ও চাপে পড়ে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও তাঁকে অ্যালোপ্যাথি চিকিৎসা সম্পর্কিত কথাগুলি ফিরিয়ে নিতে চিঠি দেন ৷ যদিও তিনি জানান যে ওই অনুষ্ঠানে তিনি শুধু একটা হোয়্যাটসঅ্যাপ মেসেজের অংশ পড়ে শোনাচ্ছিলেন ৷ মন্ত্রীকে চিঠিতে তিনি দুঃখ প্রকাশ করে জানান যে, তিনি ও তাঁর প্রতিষ্ঠান উন্নত, অস্ত্রোপচারের সুবিধাযুক্ত, জীবনদায়ী এই অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতির বিরুদ্ধে নয় ৷ তাঁর ওই মন্তব্য যদি কাউকে আঘাত করে থাকে, তার জন্য তিনি অনুতপ্ত ৷

রামদেবকে হর্ষবর্ধনের চিঠি-

দু'পাতার চিঠিতে হর্ষবর্ধন যোগগুরুকে লিখেছিলেন, "অ্যালোপ্যাথিক চিকিৎসা নিয়ে আপনার মন্তব্যে সারা দেশের মানুষ আঘাত পেয়েছে ৷ ইতিমধ্যে আপনাকে ফোনে সব জানিয়েছি ৷ করোনা সংক্রমণের লড়াইয়ে জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীরা লড়ে যাচ্ছেন, তাঁরা দেশের জনগণের কাছে ভগবানের মতো ৷ আপনি করোনা যোদ্ধাদের অপমানিত করেছেন ৷ গতকাল আপনার বক্তব্যে বিষয়টি পরিষ্কার হয়নি ৷ আশা করি, আপনি আরও গভীর ভাবে চিন্তা করে আপনার এই মন্তব্য ফিরিয়ে নেবেন ৷"

  • योग और आयुर्वेद से हमे संपूर्ण स्वास्थ मिलता है
    Modern Medical Science मे limitations है वहाॅं Symptomatic treament दी जाती है
    और यौग और आयुर्वेद मे Systemic treatment दी जाती है
    परम पुज्य @yogrishiramdev स्वामीजी महाराजजी के चरणों मे अनंत कोटी नमन

    — Sanjivani_MPYS #SocialYogi (@Sanjivani_MPYS) May 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মন্তব্য প্রত্যাহার করে রামদেবের টুইট-

এরপর রবিবার তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে একটি টুইটে বলেন, "ভিন্ন চিকিৎসা পদ্ধতি সম্পর্কিত আমার মত ফিরিয়ে নিচ্ছি ৷ আর আমার মন্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তার জন্য আমি অনুতপ্ত ৷" নিজের অনুশোচনা প্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে একটি চিঠিও লেখেন তিনি ৷

যোগা-আয়ুর্বেদের উপকারিতা নিয়ে রামদেবের রিটুইট
যোগা-আয়ুর্বেদের উপকারিতা নিয়ে রামদেবের রিটুইট

কিন্তু মাত্র আট মিনিট পরেই যোগ-আয়ুর্বেদের প্রশংসাসূচক আরেকজনের একটি টুইট রিটুইট করেন রামদেব ৷ ওই টুইটে লেখা ছিল, "যোগ আর আয়ুর্বেদই আমাদের সম্পূর্ণ সুস্থ রাখে ৷ আধুনিক চিকিৎসাপদ্ধতির কিছু সীমাবদ্ধতা রয়েছে ৷ এটা শুধুমাত্র সিম্পটোম্যাটিক, লক্ষণ দেখে চিকিৎসা করে, কিন্তু যোগা আর আয়ুর্বেদে পদ্ধতিগত ভাবে, সামগ্রিক চিকিৎসা করা হয় ৷"

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে রামদেবের বিতর্কিত মন্তব্য নিয়ে আইএমএ-র চিঠি
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে রামদেবের বিতর্কিত মন্তব্য নিয়ে আইএমএ-র চিঠি

রামদেবের মন্তব্য প্রত্যাহারের প্রশংসায় হর্ষবর্ধন-

রামদেব মন্তব্য প্রত্যাহার করায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সাধুবাদ জানিয়ে আরেকটি টুইট করেন, "যোগগুরু রামদেব যে ভাবে তাঁর মন্তব্য প্রত্যাহার করলেন তা অত্যন্ত প্রশংসনীয় আর পরিণত ৷"

Last Updated : May 24, 2021, 9:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.