ETV Bharat / bharat

Opposition walks out over Governor issue: রাজ্যপালের বিরুদ্ধে সংসদে বিরোধীদের ওয়াক আউট

author img

By

Published : Feb 4, 2022, 4:25 PM IST

Updated : Feb 4, 2022, 7:13 PM IST

Rajya Sabha adjourned till Monday as Opposition walks out over governor issue
রাজ্যপালের বিরুদ্ধে সংসদে একজোট বিরোধীরা, ওয়াক আউটে মুলতুবি অধিবেশন

রাজ্যপালের বিরুদ্ধে সংসদে একজোট বিরোধীরা (Opposition walks out over Governor issue) ৷ কংগ্রেস, তৃণমূল, বাম-সহ অন্যান্য বিরোধী দলগুলি ওয়াক আউট করে ৷

নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি: রাজ্যপালের বিরুদ্ধে এবার সংসদে একজোট বিরোধীরা (Opposition walks out over Governor issue) ৷ তামিলনাড়ুর রাজ্যপাল গুরুত্বপূর্ণ নিট বিল আটকে রেখেছেন বলে অভিযোগ করে এই নিয়ে রাজ্যসভায় আলোচনা চায় ডিএমকে ৷ একই দাবিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করে আলোচনা চেয়েছিল তৃণমূলও ৷ তবে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনার অনুমতি না-মেলায় তুমুল হই-হট্টগোল শুরু করেন বিরোধীরা ৷ একসঙ্গে সংসদের উচ্চকক্ষ থেকে ওয়াক আউট করে কংগ্রেস, তৃণমূল, বাম-সহ অন্যান্য বিরোধী দলগুলি ৷

নিট অর্থাৎ কেন্দ্রীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার পরিবর্তে নিজেদের মেডিক্যাল প্রবেশিকার আয়োজন করার জন্য তামিলনাড়ুর বিধানসভায় একটি বিল পাশ করেছে সে রাজ্যের সরকার ৷ তবে সেই বিলে রাজ্যপাল এন রবি ছাড়পত্র দেননি বলে অভিযোগ ৷ এই প্রসঙ্গটিই আজ রাজ্যসভায় উত্থাপন করেছিল ডিএমকে ৷ পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ এনে তৃণমূলও তখন অভিযোগ করে যে, ধনকড় রাজ্য সরকারের অনেক গুরুত্বপূর্ণ ফাইল আটকে রেখেছেন ৷ তবে রাজ্যসভার চেয়ারম্যান এই নিয়ে আলোচনার অনুমতি দেননি ৷ এতেই তীব্র অসন্তোষ প্রকাশ করে রাজ্যসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম, সিপিআই, আরজেডি ও আইইউএমএল ৷

আরও পড়ুন: Jagdeep Dhankhar on Mamata Banerjee : ‘পুলিশের মেরুদণ্ডে আঘাত’, ফের টুইট-বোমা ধনকড়ের

পশ্চিমবঙ্গে বেনজির সংঘাত চলছে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে ৷ রাজ্যপালকে অপসারণের আবেদন নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে দরবার করেছেন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় । এবার সংসদেও ধনকড়ের বিরুদ্ধে নালিশ জানাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল (TMC raises Jagdeep Dhankhar issue in parliament) ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই টুইটারে ব্লক করেছেন রাজ্যপালকে। তবে তাতে টুইট-বাণ থামেনি ধনকড়ের ৷ প্রশাসনিক সভায় পুলিশ সুপারের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথনের ভিডিয়ো টুইট করে আজও মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন রাজ্যপাল ৷ তাঁর দাবি, "দুর্ভাগ্য যে মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের মেরুদণ্ডে আঘাত করছেন ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee : রাজ্যপাল ফোন করেন ? প্রশাসনিক বৈঠকে পুলিশ সুপারকে প্রশ্ন মমতার

Last Updated :Feb 4, 2022, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.