ETV Bharat / bharat

করোনার ওষুধ 2 ডিজি স্বাস্থ্যমন্ত্রকের হাতে তুলে দিলেন রাজনাথ সিং

author img

By

Published : May 17, 2021, 4:57 PM IST

ডিআরডিও-র তৈরি এই 2ডিজি অ্যান্টি কোভিড ড্রাগটিকে অনুমোদন দিয়েছিল আইসিএমআর সহ অন্যান্য কেন্দ্রীয় সংস্থা ৷ যার পর আজ তা করোনা রোগীদের চিকিৎসার জন্য আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যমন্ত্রকের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

rajnath-singh-to-release-1st-batch-of-drdos-2dg-medicine-today
করোনার ওষুধ 2 ডিজি স্বাস্থ্য মন্ত্রকের হাতে তুলে দিলেন রাজনাথ সিং

নয়াদিল্লি, 17 মে : ডিআরডিও অর্থাৎ, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনের তৈরি করোনার ওষুধ টু-ডিঅক্সি-ডি-গ্লুকোজ বা 2 ডিজি স্বাস্থ্যমন্ত্রকের হাতে তুলে দিল প্রতিরক্ষা মন্ত্রক ৷ আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিজে স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের হাতে এই ওষুধ তুলে দেন ৷ প্রথম ব্যাচের ওষুধ স্বাস্থ্যমন্ত্রককে দেওয়া হয়েছে ডিআরডিও-র তরফে ৷

আগেই ডিআরডিও-র তৈরি এই 2ডিজি অ্যান্টি কোভিড এই ড্রাগটিকে অনুমোদন দিয়েছিল আইসিএমআর সহ অন্যান্য কেন্দ্রীয় সংস্থা ৷ যার পর আজ তা করোনা রোগীদের চিকিৎসার জন্য আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যমন্ত্রকের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ ওষুধটি সরকারিভাবে স্বাস্থ্যমন্ত্রীর হাতে তুলে দিয়ে রাজনাথ সিং বলেন, ‘‘এই ড্রাগটি করোনা রোগীদের চিকিৎসায় নতুন আশার আলো দেখাল ৷’’

আরও পড়ুন : আজ বাজারে আসছে ডিআরডিও'র কোভিড ওষুধ

এই ওষুধগুলির আবিষ্কার ভারতের বৈজ্ঞানিক শক্তির মহান উদাহরণ বলে জানান রাজনাথ সিং ৷ তবে এই মুহূর্তে আরাম করার কোনও সুযোগ নেই, তেমনি ক্লান্ত হয়ে পড়লেও চলবে না বলে জানিয়েছেন তিনি ৷ কারণ হিসেবে তিনি জানিয়েছেন, এটা করোনার দ্বিতীয় ঢেউ আর এটাকে প্রতিরোধ করার সঠিক কোনও উপায় আমাদের কাছে নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.