ETV Bharat / bharat

Manipur Video Controversy: মণিপুরে মহিলাদের হেনস্তা, প্রধানমন্ত্রীকে তোপ বিরোধীদের

author img

By

Published : Jul 20, 2023, 10:31 AM IST

Updated : Jul 20, 2023, 1:17 PM IST

মণিপুরের আগুনে ঘি ঢেলেছে প্রকাশ্যে আসা মহিলাদের যৌন হেনস্থার ভিডিয়ো ৷ সংসদের বাদল অধিবেশন শুরুর আগের দিন এই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে ৷ নিন্দায় সরব হলেন রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, মহুয়া মৈত্র থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়ালরা ৷

ETV Bharat
মণিপুর

নয়াদিল্লি, 20 জুলাই: অস্থির মণিপুরকে আরও বেশি করে চর্চায় নিয়ে এসেছে দুই মহিলার ভিডিয়ো। তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-সহ অন্য নেতা-নেত্রীরা ৷

উল্লেখ্য, 3 মে থেকে মণিপুরে হিংসার আগুন জ্বলছে ৷ 4 মে দু'জন মহিলাকে নগ্ন অবস্থায় প্রকাশ্যে রাস্তায় হাঁটানো হয় বলে অভিযোগ ৷ তাঁদের গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে ৷ দীর্ঘ দিন বাদে বুধবার এই ঘটনার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ৷ এমনিতেই মণিপুর নিয়ে বিরোধীরা বারবার মোদি সরকারকে বিঁধছে ৷ তারপর এই ভিডিয়ো যেন সেই আগুনে নতুন করে ঘি ঢালল ৷ উল্লেখ্য, আজ থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে ৷ জানা গিয়েছে, সংসদে মণিপুর ইস্যু নিয়ে আলোচনার দাবি তুলবে বিরোধী দলগুলি ৷ শুধু তাই নয়, এই ইস্যুতে সংসদ উত্তালও হতে পারে।

  • PM’s silence and inaction has led Manipur into anarchy.

    INDIA will not stay silent while the idea of India is being attacked in Manipur.

    We stand with the people of Manipur. Peace is the only way forward.

    — Rahul Gandhi (@RahulGandhi) July 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: অনেক হয়েছে মন কি বাত, এবার চাই মণিপুর কি বাত; ডেরেকের নিশানায় মোদি

মণিপুরে নগ্ন মহিলাদের ভিডিয়ো প্রসঙ্গে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি টুইটারে লেখেন, "প্রধানমন্ত্রী চুপ করে রয়েছেন ৷ তিনি কোনও পদক্ষেপ করছেন না ৷ আর তাতেই মণিপুরে হিংসার ঘটনা ঘটছে ৷" তিনি সদ্য গঠিত ইন্ডিয়া জোটের কথা উল্লেখ করেন ৷ রাহুল লেখেন, "মণিপুরে ভারতের ধারণাকে আক্রমণ করা হয়েছে ৷ এই অবস্থায় ইন্ডিয়া নীরব থাকবে না ৷ আমরা মণিপুরের মানুষের পাশে আছি ৷ শান্তিই এগিয়ে যাওয়ার একমাত্র রাস্তা ৷"

  • मणिपुर से आ रही महिलाओं के खिलाफ यौन हिंसा की तस्वीरें दिल दहला देने वाली हैं। महिलाओं के साथ घटी इस भयावह हिंसा की घटना की जितनी निंदा की जाए कम है। समाज में हिंसा का सबसे ज्यादा दंश महिलाओं और बच्चों को झेलना पड़ता है।

    हम सभी को मणिपुर में शांति के प्रयासों को आगे बढ़ाते हुए…

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) July 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিও সামাজিক মাধ্যমে সরব হয়েছেন ৷ তিনি লেখেন, "মণিপুরে মহিলাদের উপর যৌন হেনস্থা হচ্ছে ৷ সেই সব ছবি দেখে শিউরে উঠছি ৷ এর যতই নিন্দা করা হোক না কেন তা কমই হবে ৷ সমাজে যত হিংসার ঘটনা ঘটে, তার সবচেয়ে বেশি প্রভাব পড়ে মহিলা আর শিশুদের উপর ৷" তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করেন, "আর কতদিন আপনি চোখ বুজে থাকবেন ? এইসব ছবি এবং হিংসার ঘটনা কি আপনার মনকে বিচলিত করে না ?"

  • Ashamed & horrified at Manipur visuals.
    When will this satanic govt take responsibility? When will Manipur CM resign?
    More important when will MaunGuru stop with state dinners abroad & speak about Manipur?

    — Mahua Moitra (@MahuaMoitra) July 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র লেখেন, "মণিপুরের ছবিগুলি দেখে লজ্জিত এবং আতঙ্কিত হয়ে পড়ছি ৷ এই শয়তান সরকার আর কবে দায়িত্বভার নেবে ?" তিনি মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিংয়ের পদত্যাগ দাবি করেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে লেখেন, "আরও গুরুত্বপূর্ণ বিষয়, মৌনগুরু কখন বিদেশে সরকারি নৈশভোজ শেষ করে মণিপুর নিয়ে কথা বলবেন ?"

আরও পড়ুন: রাস্তায় নগ্ন করে দুই মহিলাকে যৌন হেনস্তা মণিপুরে, নিন্দার ঝড় দেশজুড়ে

সরব হয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও ৷ দিল্লির মুখ্যমন্ত্রী লেখেন, "মণিপুরের এই ঘটনা লজ্জার। নিন্দনীয়ও বটে ৷ ভারতীয় সমাজে এ ধরনের জঘন্য ঘটনা বরদাস্ত করা যায় না ৷ মণিপুরের পরিস্থিতি দিনে দিনে আরও দুশ্চিন্তার দিন হয়ে উঠছে ৷ আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, মণিপুরের এই অবস্থায় তিনি নজর দিন ৷ দোষীদের কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়া হোক ৷"

Last Updated : Jul 20, 2023, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.