ETV Bharat / bharat

ইতিহাস জানেন না অমিত শাহ, নেহরুর সমালোচনা করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ রাহুলের

author img

By PTI

Published : Dec 12, 2023, 6:30 PM IST

Rahul slams Shah over Nehru criticism: কাশ্মীর সমস্যার জন্য সোমবার রাজ্যসভায় দাঁড়িয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে কাঠগড়ায় তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেই প্রসঙ্গে মঙ্গলবার শাহকে জবাব দিয়েছেন রাহুল গান্ধি ৷ তাঁর দাবি, ইতিহাস জানেন না অমিত শাহ ৷

Rahul Gandhi
Rahul Gandhi

নয়াদিল্লি, 12 ডিসেম্বর: সংসদে কাশ্মীর প্রসঙ্গে জওহরলাল নেহরুকে কাঠগড়ায় তুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ মঙ্গলবার শাহকে পালটা জবাব দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তাঁর দাবি, অমিত শাহ ইতিহাস জানেন না ৷ তাই তিনি ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা করছেন ৷ একই সঙ্গে রাহুলের দাবি, বিজেপি জাতিগণনা বা দেশের সমস্ত অর্থ কোথায় চলে যাচ্ছে, সেই ইস্যুতে সকলের নজর ঘোরাতে চাইছে ৷

সোমবার রাজ্যসভায় কাশ্মীর সমস্যার জন্য দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহরুকে কাঠগড়ায় তুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ নেহরু ভুল সময়ে যুদ্ধবিরতি ঘোষণা করেন এবং বিষয়টি রাষ্ট্রসংঘে নিয়ে যান বলেই এই সমস্যা বলে অমিত শাহের দাবি ৷

মঙ্গলবার সংসদের বাইরে এই নিয়েই প্রতিক্রিয়া চাওয়া হয় রাহুল গান্ধির কাছে ৷ উত্তরে তিনি বলেন, "পণ্ডিত নেহরু এই দেশের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন । তিনি বছরের পর বছর জেলে ছিলেন, অমিত শাহজি সম্ভবত ইতিহাস জানেন না । আমি আশা করি না যে তিনি ইতিহাস জানবেন ৷ কারণ, তিনি ইতিহাসের পুনর্লিখন করে চলেছেন ।"

এর পর তাঁর সংযোজন, "এসব বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হচ্ছে ৷ মূল বিষয় হল জাতিগণনা এবং তাতে অংশগ্রহণ, কার হাতে দেশের অর্থ যাচ্ছে । ওরা (বিজেপি) এই বিষয়ে আলোচনা করতে চায় না ৷ ওরা এটাকে ভয় পায় এবং এটা থেকে পালিয়ে যেতে চায় ।" এই ইস্যুতে তিনি বারবার সরব হবেন এবং গরিব মানুষের অধিকারের দাবি তুলবেন বলেও জানিয়েছেন রাহুল ৷

তাঁকে বিজেপির ছত্তীশগড় ও মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে প্রশ্ন করা হয়৷ জানতে চাওয়া ছত্তীশগড়ে আদিবাসী মুখ্যমন্ত্রী ও মধ্যপ্রদেশে ওবিসি মুখ্যমন্ত্রী নিয়ে তাঁর কী মত ? এই প্রশ্নের উত্তরে রাহুল গান্ধি বলেন, "আমাদেরও একজন ওবিসি থেকে ছিলেন (ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী), তারাও ওবিসি (মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী) থেকে করেছে, এটি কোনও বিষয় নয় । প্রশ্ন হল কাঠামোর মধ্যে (ওবিসিদের) অংশগ্রহণ কতটা ।"

তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) একজন ওবিসি ৷ কিন্তু সরকার 90 জন অফিসার দ্বারা পরিচালিত হয় । 90 জন অফিসারের মধ্যে তিনজন ওবিসি এবং তাঁরাও কোণঠাসা হয়ে রয়েছেন । আমার বক্তব্য হল, প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় ওবিসিদের অংশগ্রহণ কতটা ? দলিত, আদিবাসীদের অংশগ্রহণ কতটা, এটাই দেশের সামনে প্রধান প্রশ্ন ।’’ বিজেপি এই ইস্যু থেকে নজর ঘোরাতে নেহরুকে আক্রমণ করার পথ নিয়েছে বলেও দাবি করেন রাহুল ৷

এদিকে অমিত শাহ মঙ্গলবার বিরোধীদের আরও একপ্রস্থ আক্রমণ করেছেন ৷ তাঁর কথায়, 370 ধারা বাতিল করার পরে বিরোধীরা জম্মু ও কাশ্মীরের মাটিতে পরিবর্তন দেখতে অক্ষম ৷ পুরো দেশ বুঝতে পেরেছে যে কাশ্মীরে নেহরুর ‘ভুল’ ছিল, যা জম্মু ও কাশ্মীরের মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়েছিল ।

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. ভোটে পরাজয়ের পরে 24-এর প্রস্তুতিতে গেহলত-বাঘেল-কমলনাথরা কী দায়িত্বে ? প্রবীণদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন খাড়গে
  2. বিরোধীশূন্য রাজ্যসভায় পাশ হল জম্মু ও কাশ্মীর সংক্রান্ত জোড়া বিল
  3. আদানিদের তোতায় বন্দি মোদির আত্মা, 'বিরোধীদের আইফোন হ্যাক' নিয়ে খোঁচা রাহুলের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.