ETV Bharat / bharat

Rahul on Bharat Jodo Yatra: দেশকে হিংসামুক্ত করাই ভারত জোড়ো যাত্রার লক্ষ্য, শ্রীনগরে বললেন রাহুল

author img

By

Published : Jan 30, 2023, 2:19 PM IST

Updated : Jan 30, 2023, 4:37 PM IST

Rahul on Bharat Jodo Yatra
Rahul on Bharat Jodo Yatra

গত 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেন রাহুল গান্ধি ৷ সোমবার তা শেষ হল জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে (Srinagar) ৷ সেখানে ভাষণ দিতে গিয়ে তোপ দাগলেন নরেন্দ্র মোদি (Narendra Modi) ও অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে ৷

শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), 30 জানুয়ারি: দেশকে হিংসামুক্ত করতে চান রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ সেই কারণেই ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) করলেন বলে জানিয়েছেন কেরালার ওয়েনাড়ের কংগ্রেস (Congress) সাংসদ ৷ সোমবার জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) শ্রীনগরে এই যাত্রার শেষে বক্তৃতা করেন তিনি ৷ সেখানেই এই কথা বলেছেন রাহুল ৷

ভারত জোড়ো যাত্রা: 2022 সালের 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেন রাহুল গান্ধি ৷ ডিসেম্বরের শেষদিকে যাত্রার প্রথম পর্যায় শেষ হয় ৷ নতুন বছরের শুরুতে দ্বিতীয় দফায় এই কর্মসূচি আবার শুরু করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ সোমবার শ্রীনগরে সেই যাত্রা শেষ হল ৷ দেশের সব রাজ্য না ঘুরলেও একাধিক রাজ্য ঘুরেছেন রাহুল গান্ধি ৷ হেঁটেছেন প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার ৷

হিংসা প্রসঙ্গে রাহুল: এদিন ভাষণ দিতে গিয়ে বারবার হিংসার প্রসঙ্গ তুলেছেন রাহুল গান্ধি ৷ আর সেই হিংসা বন্ধ করতেই তিনি ভারত জোড়ো যাত্রা করছেন বলেও জানিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, হিংসা যাঁরা সহ্য করেছেন, তাঁরাই এই বিষয়টি বোঝেন ৷ তিনি এই সহ্য করেছেন বিষয়টি ৷ তাই এর পরিণতি উপলব্ধি করতে পারেন ৷

এই প্রসঙ্গে তিনি ইন্দিরা গান্ধি (Indira Gandhi) ও রাজীব গান্ধির (Rajiv Gandhi) হত্যার প্রসঙ্গ তুলে আনেন ৷ কীভাবে ফোন করে তাঁকে ঠাকুরমা ও বাবার মৃত্যু সংবাদ দেওয়া হয়েছিল, তাও উল্লেখ করেন ৷ এর এটা কী ধরনের যন্ত্রণাদায়ক, তা কাশ্মীরের মানুষ যাঁরা প্রিয়জন হারিয়েছেন, শহিদ হওয়া সিআরপিএফ (CRPF) ও সেনা জওয়ানের পরিবারই সেই কষ্ট বুঝতে পারবে ৷ তাই তিনি চান, কোনও মা, সন্তানকে যেন এই ফোন কল যাতে সহ্য করতে না হয় ৷ সেই লক্ষ্যেই তিনি কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন ৷

মোদি-শাহকে রাহুলের তোপ: হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সমালোচনা করেছেন রাহুল ৷ তাঁর কথায়, মোদি, শাহ, আরএসএসের লোকেরা হিংসা দেখেনি ৷ বিজেপির কোনও নেতা এভাবে পদযাত্রা করতে পারবে না ৷ জম্মু ও কাশ্মীরের লোকেরা ওদের চলতে দেবে এমন নয়, ওরা ভয়ে চলতে পারবে না ৷

আরও পড়ুন: ভূগোলের ক্লাস থেকে ডেকে ঠাকুরমার মৃত্যু সংবাদ দেন প্রিন্সিপাল, শ্রীনগরে অকপট রাহুল

Last Updated :Jan 30, 2023, 4:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.