Rahul Gandhi: কৃষি আইনের প্রতিবাদে দিল্লির রাস্তায় ট্র্যাক্টর চালালেন রাহুল

author img

By

Published : Jul 26, 2021, 11:38 AM IST

Updated : Jul 26, 2021, 12:36 PM IST

Rahul Gandhi Rides Tractor In Delhi To Protest new Farm Laws
কৃষি আইনের প্রতিবাদে দিল্লির রাস্তায় ট্রাক্টর চালালেন রাহুল ()

নয়া কৃষি আইনের (Farm Laws) প্রতিবাদে রাজধানীতে ট্র্যাক্টর মিছিল করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ শার্ট, ট্রাউজার ও মাস্ক পরে দিল্লির রাস্তায় লাল ট্র্যাক্টর চালিয়ে নিজের প্রতিবাদ জানান রাগা ৷

নয়াদিল্লি, 26 জুলাই : নয়া তিন কৃষি আইনের (Farm Laws) প্রতিবাদে রাজধানীর রাজপথে ট্র্যাক্টর মিছিল করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ শার্ট, ট্রাউজার ও মাস্ক পরে দিল্লির রাস্তায় একটি লাল ট্র্যাক্টর (Tractor Rally) চালিয়ে নিজের প্রতিবাদ জানান রাগা ৷ তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেসের অন্য কর্মী সমর্থকরা ৷

কৃষি আইন নিয়ে আজ রাজধানীতে উত্তেজনার পারদ চড়াল কংগ্রেস ৷ কেন্দ্রের আনা তিন বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লির প্রাণকেন্দ্রে ট্র্যাক্টর চালিয়ে মিছিল করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, "কৃষকদের বার্তা আমি সংসদে নিয়ে এসেছি ৷ সরকার কৃষকদের কণ্ঠরোধ করছে এবং সংসদে এই নিয়ে কোনও আলোচনা হতে দিচ্ছে না ৷ এই কালো আইন তাদের প্রত্যাহার করতে হবে ৷ 2-3 জন বড় ব্যবসায়ীকে সুবিধে করে দেওয়ার জন্যই এই আইন আনা হয়েছে, এটা গোটা দেশ জানে ৷"

আরও পড়ুন: পেগাসাস বিতর্কে আলোচনা চেয়ে হইচই বিরোধীদের, দুপুর 12 টা পর্যন্ত মুলতুবি রাজ্যসভা

রাহুলের কথায়, "সরকারের দাবি, কৃষকরা খুব খুশি আর যে কৃষকরা প্রতিবাদ জানাচ্ছেন, তাঁরা সন্ত্রাসবাদী ৷ বাস্তবে কৃষকদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে ৷"

Rahul Gandhi: কৃষি আইনের প্রতিবাদে দিল্লির রাস্তায় ট্র্যাক্টর চালালেন রাহুল

বিতর্কিত কৃষি আইনের বিরোধিতা করে গত বছর নভেম্বর মাস থেকে দিল্লির তিন সীমানা এলাকায় টানা বিক্ষোভ দেখিয়েছেন হাজার হাজার কৃষক ৷ কেন্দ্রের সঙ্গে দফায় দফায় কৃষক সংগঠনগুলির বৈঠক হলেও কোনও রফাসূত্র বের হয়নি ৷ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এককাট্টা কৃষকরা ৷ আবার আইন বাস্তবায়নের সিদ্ধান্তে অনড় কেন্দ্রীয় সরকার ৷

আরও পড়ুন: কার্গিল দিবসের 22তম পূর্তি, শহিদদের শ্রদ্ধা মোদি-মমতা-রাহুলের

গত সপ্তাহে সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার পর থেকে কৃষি আইন-সহ অন্যান্য ইস্যুতে দফায় দফায় মুলতুবি করে দিতে হয় অধিবেশন ৷ সংসদের বাইরেও বিক্ষোভ দেখিয়েছে বিরোধীরা ৷

Last Updated :Jul 26, 2021, 12:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.