ETV Bharat / bharat

বর্ষবরণের আগে কমলালেবুর জেলি বানালেন রাহুল, সঙ্গী হলেন মা সোনিয়া

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 8:57 PM IST

Updated : Dec 31, 2023, 9:30 PM IST

ETV BHARAT
কমলালেবুর জেলি বানালেন রাহুল

Rahul Gandhi Makes Orange Marmalade: ইংরেজি নববর্ষের ছুটি এবার পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন রাহুল গান্ধি ৷ তাও আবার কমলালেবুর জেলি বানিয়ে ৷ বোন প্রিয়াঙ্কা গান্ধির রেসিপি দেখে বর্ষবরণের আগে এই প্রয়োগ কংগ্রেস সাংসদের ৷

নয়াদিল্লি, 31 ডিসেম্বর: রেসিপি বোনের, আর সেটিকে রান্নাঘরে প্রয়োগ করছেন রাহুল গান্ধি ৷ বর্ষবিদায়ের দিনে কমলালেবুর জ্যাম বানালেন কংগ্রেস সাংসদ ৷ আর এই কাজে তাঁর সঙ্গী হলেন মা সোনিয়া গান্ধি ৷ ইংরেজি নববর্ষের আগে, রবিবার সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷

ভিডিয়োতে রাহুল গান্ধি তাঁর মাকে বলছেন, "এটা আমার বোনের রেসিপি ৷ আর আমি শুধু এটাকে প্রয়োগ করছি ৷ মা রেসিপিটা খুঁজে পেয়েছে এবং সেটাকে আরও একটু উন্নত করেছেন ৷ এটা আমার মায়ের সবচেয়ে প্রিয় জ্যাম ৷ এটাই সত্যি ৷ যদি বিজেপির লোকজন এই জ্যাম পেতে চান, তাহলে তাঁরাও পেতে পারেন ৷"

ছেলের এই মশকরায় উচ্ছ্বাসের সঙ্গে প্রতিক্রিয়াও দিয়েছেন সোনিয়া গান্ধি ৷ তিনি বলেন, "ওরা এটা আমাদের উপরে ছুঁড়ে মারবে ৷" রাহুল হেসে এর জবাবে বলেন, "তাও ভালো, তাহলে আমরা সেটা আবার গ্রহণ করব ৷" এরপর রাহুল গান্ধি এবং সোনিয়া গান্ধিকে অনেকগুলি কমলালেবুকে ছোট ছোট করে কাটতে দেখা যায় ৷ এমনকি সোনিয়াও এটা জানান যে, এটা তাঁর মেয়ে প্রিয়াঙ্কার রেসিপি ৷ কমলালেবু কাটা হয়ে গেলে, সেগুলি দিয়ে জেলি তৈরি করার প্রক্রিয়া শুরু করেন রাহুল গান্ধি ৷ সেই সময় সোনিয়াকে বলতে শোনা যায়, "এটাকে 25 মিনিট সময় লাগবে তৈরি হতে ৷"

কিন্তু, রাহুল গান্ধি অত ধৈর্য্য ধরতে পারছিলেন না ৷ তাই সোনিয়াকে বলতে শোনা যায়, "আমার মতোই একগুঁয়ে রাহুল ৷" কিন্তু, কেন এতটা সময় লাগবে, তাও রাহুলকে বোঝাতে দেখা যায় মা সোনিয়াকে ৷ উল্লেখ্য, বয়সজনিত কারণে অসুস্থতা এখন নিত্যসঙ্গী সোনিয়া গান্ধির ৷ এদিন তিনি জানান, অসুস্থ থাকাকালীন ছেলে রাহুল এবং মেয়ে প্রিয়াঙ্কা দু’জনেই তাঁর সেবা করেন, যত্ন নেন ৷ ফলে নেতা হিসেবে রাহুল কতটা সফল ? তা নিয়ে প্রশ্ন থাকলেও একজন ছেলে ও ভাই হিসেবে প্রাক্তন ওয়েনাডেরসাংসদ পুরো নম্বরই পাবেন ৷

এদিন এই ভিডিয়ো রাহুলকে প্রশ্ন করা হয়, বাড়িতে সেরা রাঁধুনি কে ? যার জবাবে রাহুল মজা করে বলেন, তাঁর দিদিমা অর্থাৎ, সোনিয়া গান্ধির মা ৷ তবে, এই প্রশ্নের সূত্রেই সোনিয়া জানিয়েছেন, তিনি প্রথমবার যখন ভারতে এসেছিলেন, তখন ভারতীয় খাবারের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হয়েছিল তাঁর ৷ বিশেষত, কাঁচা লঙ্কা ৷ এমনকি তিনি ধনেপাতা ও আচার একেবারেই পছন্দ করতেন না ৷ তবে, দু’টোই এখন তাঁর পছন্দের ৷ তাই ভারতে এসে প্রথমদিকে ভাতের সঙ্গে অরহরের ডাল খেতেন তিনি ৷

আরও পড়ুন:

  1. ‘ইন্ডিয়া’র বৈঠক নিয়ে ফোন এসেছিল রাহুলের, জানালেন মমতা
  2. বীরেন্দ্র আর্য আখাড়ায় রাহুল গান্ধি, কথা বজরং পুনিয়া-সহ বাকি কুস্তিগীরদের সঙ্গে
  3. জম্মু ও কাশ্মীর-পঞ্জাবে জোট নিয়ে রাহুল আর খাড়গের উপস্থিতিতে আলোচনায় কংগ্রেস
Last Updated :Dec 31, 2023, 9:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.