ETV Bharat / bharat

Rahul Gandhi: ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়ে নেহরু-গান্ধিজিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন সাভারকর, অভিযোগ রাহুলের

author img

By

Published : Nov 17, 2022, 4:17 PM IST

Rahul Gandhi claims Veer Savarkar betrayed leaders like Gandhiji Nehru by seeking apology from British government
Rahul Gandhi: ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়ে নেহরু-গান্ধিজিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন সাভারকর, অভিযোগ রাহুলের

বৃহস্পতিবার আরও একবার সাভারকরের (Veer Savarkar) বিরুদ্ধে ব্রিটিশদের কাছে ক্ষমা চাওয়ার অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ সঙ্গে সঙ্গেই তাঁকে পালটা জবাব দিয়েছে বিজেপি (BJP) ৷

নয়াদিল্লি, 17 নভেম্বর: সাভারকর (Veer Savarkar) ইস্যুতে আরও একবার সরব হলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ বৃহস্পতিবার তিনি আরও একবার ব্রিটিশদের কাছে সাভারকর ক্ষমা চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন ৷ এই নিয়ে একটি চিঠির কথাও উল্লেখ করেছেন তিনি ৷

যদিও সঙ্গে সঙ্গেই রাহুলকে পালটা জবাব দিয়েছে বিজেপি (BJP) ৷ গেরুয়া শিবিরের নেতা অমিত মালব্য (Amit Malviya) টুইট করেছেন ৷ তিনি আবার দাবি করেছেন, জওহরলাল নেহরুকে (Jawaharlal Nehru) জেল থেকে ছাড়াতে ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়েছিলেন মতিলাল নেহরু (Motilal Nehru) ৷

  • Veer Savarkar, in a letter written to the British, said "Sir, I beg to remain your most obedient servant" & signed on it. Savarkar helped the British. He betrayed leaders like Mahatma Gandhi, Jawaharlal Nehru & Sardar Patel by signing the letter out of fear: Cong MP Rahul Gandhi pic.twitter.com/PcmtW6AD24

    — ANI (@ANI) November 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, রাহুল গান্ধি গত সেপ্টেম্বর থেকে ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছেন ৷ এদিনও তিনি সেই কর্মসূচিতে ছিলেন ৷ তার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল দাবি করেন, বিনায়ক দামোদর সাভারকর ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছিলেন জেল থেকে ছাড়া পাওয়ার জন্য ৷ চিরকাল ব্রিটিশদের ‘অনুগত ভৃত্য’ হয়ে থাকার কথাও জানিয়েছিলেন ৷

রাহুলের অভিযোগ, ‘‘ভয় পেয়ে এই চিঠিতে সই করে তিনি (সাভারকর) মহাত্মা গান্ধি, জওহরলাল নেহরু ও সর্দার প্যাটেলের মতো নেতাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন ৷’’

  • Jawaharlal Nehru, the man Congress venerates, was rescued (in Sept 1923) by his father, just because he couldn’t endure hardships in Nabha jail for even 2 weeks.

    His father Motilal Nehru wrote an apology to the British to secure his release.

    Nehru was a coward. So look within. https://t.co/hinPwbb1L9

    — Amit Malviya (@amitmalviya) November 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, বিনায়ক দামোদর সাভারকর বীর সাভারকর নামেই পরিচিত ৷ তিনি ছিলেন হিন্দু মহাসভার নেতা ৷ তাঁকে আরএসএস তথা গেরুয়া শিবির অন্যতম আদর্শ নেতা হিসেবে মেনে চলে ৷ ফলে রাহুলকে পালটা আক্রমণ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য ৷

তাঁর দাবি, 1923 সালের সেপ্টেম্বরে ব্রিটিশদের হাতে বন্দি হয়েছিলেন জওহরলাল নেহরু ৷ দু’সপ্তাহ পরে তাঁর (জওহরলাল) বাবা মতিলাল নেহরু ব্রিটিশদের কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠি লেখেন ৷ তার পর তাঁকে (জওহরলাল) ছেড়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রার ফ্লেক্সে সাভারকরের ছবি ঘিরে কংগ্রেস-বিজেপি তরজা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.