ETV Bharat / bharat

Puri Jagannath Temple Reopening : 1 ফেব্রুয়ারি থেকে ভক্তদের জন্য খুলছে পুরীর জগন্নাথ মন্দির

author img

By

Published : Jan 29, 2022, 11:49 AM IST

করোনা সংক্রমণ কিছুটা কমেছে । তাই পুরীর মন্দির খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ (Puri Jagannath Temple Reopening)। সর্বসাধারণের জন্য মন্দির খোলা হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে ৷

Puri Jagannath Mandir
খুলছে পুরীর জগন্নাথ মন্দির

পুরী, 29 জানুয়ারি : খুলছে পুরীর জগন্নাথ মন্দির । 1 ফেব্রুয়ারি থেকে ভক্তরা দর্শন করতে পারবেন, জানিয়েছেন পুরীর জেলাশাসক সমর্থ ভার্মা । রবিবার স্যানিটাইজেশনের জন্য মন্দির বন্ধ রাখা হবে । শুক্রবার ছত্তিসা নিযোগের (Chattisa Nijog Meeting) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় (Puri Jagannath temple to reopen from February 1) ।

পুরীর স্থানীয়রা পশ্চিম দিকের গেট দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন । পুরী ছাড়া অন্য জায়গা থেকে আসা দর্শনার্থীদের জন্য পূর্ব দিকের সিংহদ্বার খোলা হবে, জানিয়েছেন জেলাশাসক । কোভিড বিধিনিষেধ মেনেই দর্শন করা যাবে । করোনা সংক্রমণ নিম্মমুখী হওয়ায় সর্বস্তরের সেবায়ত এবং অন্য অংশীদারি সংস্থাগুলির সঙ্গে আলোচনার পর সর্বসম্মতিক্রমে এই ব্যবস্থা নেওয়া হয়েছে ।

আরও পড়ুন : New COVID restrictions at Tarapith : বিধি মেনে তারাপীঠে খোলা থাকছে মন্দির ও হোটেল

কোভিডের জন্য এখন রাতে কারফিউ জারি করা হয়েছে । সেই অনুযায়ী প্রতিদিন মন্দির খোলা ও বন্ধের সময় ঠিক করা হবে । এবিষয়ে খুব শীঘ্রই বিস্তারিত জানানো হবে জনসাধারণকে । স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ডিএম ৷

ইতিমধ্যে 200-300 জন সেবায়তকে কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হয়েছে । বাকিরাও তাঁদের কোভিড ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়ার 9 মাস সময় অতিক্রান্ত হওয়ার পর বুস্টার ডোজটি পাবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.