ETV Bharat / bharat

Drug Seized In Ferozepur: 400 কোটির হেরোইন ও আগ্নেয়াস্ত্র-সহ পঞ্জাব পুলিশের জালে 4 মাদক পাচারকারী

author img

By

Published : Aug 6, 2023, 2:21 PM IST

Punjab Police Seized 400 Crore Rupees Heroin: কয়েকশো কোটি টাকার মাদক-সহ গ্রেফতার 4 পাচারকারী ৷ পঞ্জাবের ফিরোজপুর থেকে শনিবার রাতে 77 কেজি হেরোইন বাজেয়াপ্ত হয় ৷ ধৃতদের কাছ থেকে 3টি আগ্নেয়াস্ত্রও পাওয়া গিয়েছে ৷

Image Courtesy: DGP Punjab Police Twitter
Image Courtesy: DGP Punjab Police Twitter

ফিরোজপুর (পঞ্জাব), 6 অগস্ট: এ বছর সবচেয়ে বড় মাদক পাচারের ছক বানচাল করল পঞ্জাব পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স দফতর ৷ পঞ্জাবের ফিরোজপুরে শনিবার দু’টি পৃথক অভিযানে মোট 77 কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যার আন্তর্জাতিক বাজারে আনুমানিক মূল্য 400 কোটি টাকা ৷ এই বছর এত বিপুল অংকের মাদক বাজেয়াপ্ত করার ঘটনা এই প্রথম হল ৷ অন্যদিকে, এই বিপুল পরিমাণ মাদক-সহ চারজন পাচারকারীকে গ্রেফতার করেছেন কাউন্টার ইন্টেলিজেন্স দফতরের আধিকারিকরা ৷ তাঁদের কাছ থেকে তিনটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব ৷

রবিবার সকালে একটি টুইট করেন পঞ্জাব পুলিশের ডিজি ৷ তিনি সেখানে জানান, ‘‘2023 সালের সবচেয়ে বড় হেরোইনের কনসাইনমেন্ট বাজেয়াপ্ত করা হয়েছে ৷ কাউন্টার ইন্টেলিজেন্স দফতরের দু’টি পৃথক দল ফিরোজপুরে অভিযান চালিয়ে 4 মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে ৷ সেই সঙ্গে 77 কেজি হেরোইন (41 কেজি ও 36 কেজি) এবং 3টি পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে ৷’’

  • In one of the biggest heroin seizures of 2023: In two separate intelligence-led operations, Counter Intelligence, #Ferozepur has apprehended 4 drug traffickers and recovered 77Kg heroin (41Kg+36Kg) and 3 pistols(1/3) pic.twitter.com/0my39wIySd

    — DGP Punjab Police (@DGPPunjabPolice) August 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই টুইটেই পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব বলেন, ‘‘পঞ্জাব পুলিশের নার্কো আইনে এফআইআর দায়ের করা হয়েছে এসএসওসি ফাজিলকাতে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই মাদক চক্রের অন্যান্য শাখাগুলিকে পাকড়াও করার চেষ্টা চলছে ৷’’ ডিজি-র দেওয়া তথ্য অনুযায়ী, এই মাদকপাচার চক্রটির মডিউল আন্তর্জাতিক সীমান্ত ও আন্তঃরাজ্য সীমানাতেও কাজ করে ৷ ভারত-পাকিস্তান সীমান্ত থেকে আসা মাদক পঞ্জাব ও তার প্রতিবেশী রাজ্যগুলিতে ছড়িয়ে দেওয়ার কাজ করে এই চক্রটি ৷

আরও পড়ুন: দেশের মাদক পাচার নেটওয়ার্কে বড়সড় আঘাত হানল এনসিবি, উদ্ধার প্রচুর এলএসডি

আর এই চারজনের থেকে যে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার হয়েছে, সেগুলিও ভারত-পাকিস্তান সীমান্ত পেরিয়ে পঞ্জাবে ঢুকেছিল ৷ কিন্তু, সেগুলি বাজারে ছড়িয়ে পড়ার আগেই বিশেষ সূত্রে খবর পেয়ে পাচারকারীদের পরিকল্পনা ভেস্তে দিয়েছে পঞ্জাব পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্সের আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.