ETV Bharat / bharat

Punjab AAP Govt : আগ্নেয়াস্ত্র ব্যবহারে লাগাম টানতে কড়া নির্দেশ পঞ্জাব সরকারের

author img

By

Published : Nov 13, 2022, 9:21 PM IST

আগ্নেয়াস্ত্র ব্যবহার ও আইন-শৃঙ্খলা ইস্যুতে কড়া পদক্ষেপ পঞ্জাব সরকারের ৷ আগ্নেয়াস্ত্রের ব্যবহার, প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি (Punjab govt bans public display of firearms) ৷

ETV Bharat
Punjab AAP Govt on firearms

চণ্ডীগড়, 13 নভেম্বর: রাজ্যের আইন-শৃঙ্খলা ইস্যুতে বিরোধীদের সমালোচনার মধ্যেই বড় সিদ্ধান্ত নিল পঞ্জাব সরকার ৷ এই রাজ্যে আর জনসমক্ষে আগ্নেয়াস্ত্রর কোনওরূপ প্রদর্শন করা যাবে না ৷ জনসাধারণের আগ্নেয়াস্ত্র ব্যবহারের উপরও টানা হচ্ছে লাগাম ৷ এমনকি সোশাল মিডিয়াতেও দেওয়া যাবে না আগ্নেয়াস্ত্রের ছবি ৷ সঙ্গীত, যা হিংসা ও আগ্নেয়াস্ত্রের ব্যবহারকে উৎসাহ দেয়, লাগাম টানা হচ্ছে তাতেও (Punjab govt bans songs glorifying weapons) ৷ রবিবার থেকে পঞ্জাবে এই নিয়ম কার্যকর হয়েছে (Punjab govt bans public display of firearms) ৷

সূত্রের খবর, আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও আগামী তিন মাসের মধ্যে খতিয়ে দেখা হবে ৷ যদি দেখা যায় কোনও ভুল লোককে লাইসেন্স দেওয়া হয়েছে, তবে তা বাতিল করা হবে ৷ সরকারি নির্দেশে বলা হয়েছে, কোনও ব্যক্তি বিদ্বেষমূলক মন্তব্য (hate speech) করলে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করবে পুলিশ ৷

আরও পড়ুন: লাই ডিটেক্টর টেস্টে বসে সততার প্রমাণ দিন, কেজরিকে চ্যালেঞ্জ বিজেপির

চলতি মাসেই দুটি বড় খুনের ঘটনা ঘটেছে পঞ্জাবে ৷ 8 নভেম্বর খুন হন শিবসেনা (তাকশালি) নেত সুধীর সুরি ৷ 10 নভেম্বর খুন হন ডেরা সচ্চা সৌদার এক সদস্য প্রদীপ সিং ৷ এরপরেই রাজ্যের আইন-শৃঙ্গলা ইস্যুতে আপ শাসিত পঞ্জাব সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা ৷ তারই মধ্যে এই সিদ্ধান্ত নিল পঞ্জাব সরকার ৷ নিয়ম যাতে ঠিকমতো মানা হয় তার জন্য পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই নির্দেশ অনুসারে কোনও জনসভা, ধর্মীয় অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, জনসমাগম হয় এরকম কোনও জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া যাবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.