ETV Bharat / bharat

PM's Security Breach : মোদির নিরাপত্তায় গলদ খুঁজতে তদন্ত কমিটি, শীর্ষ আদালতে রুজু মামলা

author img

By

Published : Jan 6, 2022, 12:24 PM IST

Updated : Jan 6, 2022, 2:40 PM IST

punjab government forms high level committee to investigate pm's security breach
PM's Security Breach : মোদির নিরাপত্তায় গলদ খুঁজতে তদন্ত কমিটি, শীর্ষ আদালতে রুজু মামলা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয়ের নিরাপত্তায় কতটা গলদ (Prime Minister Narendra Modi's Security Breach Incident) ছিল, তা জানতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তৈরি করল পঞ্জাব সরকার (Punjab Government) ৷ অন্যদিকে, এই ঘটনায় ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে দেশের শীর্ষ আদালতে (Supreme Court of India) ৷ শুক্রবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে (CJI led Bench) মামলাটি শুনানির জন্য উঠবে ৷ উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে এই মামলা রুজু করা হয়েছে ৷

নয়াদিল্লি, 6 জানুয়ারি : কেন প্রায় 20 মিনিট বিক্ষোভের মুখে আটকে রইল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় ? বুধবারের ওই ঘটনার পিছনে কারণ খুঁজতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তৈরি করল পঞ্জাব সরকার (Punjab Government forms High Level Committee) ৷ অন্যদিকে, এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গাফিলতির অভিযোগ (Prime Minister Narendra Modi's Security Breach Incident) তুলে সরব হয়েছে বিজেপি ৷ উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে শীর্ষ আদালতে (Supreme Court of India) মামলাও রুজু করা হয়েছে ৷ শুক্রবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে (CJI led Bench ) মামলাটির শুনানি হবে ৷ পাশাপাশি, বুধবারের ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও (President Ramnath Kovind) ৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি ৷

আরও পড়ুন : PM Modi Convoy Stuck: মানা হয়নি এসপিজি গাইডলাইন, পঞ্জাবে প্রধানমন্ত্রীর সফরে নিরাপত্তায় গলদ দেখছে কেন্দ্র

প্রশাসনিক সূত্রে খবর, বুধবারের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি তৈরি করছে পঞ্জাব সরকার ৷ কমিটিতে থাকছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মেহতাব গিল, রাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব এবং বিচারপতি অনুরাগ বর্মা ৷ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘‘তিনদিনের মধ্যেই এই কমিটি তার তদন্ত রিপোর্ট পেশ করবে ৷’’

প্রসঙ্গত, বুধবার পঞ্জাবের ফিরোজপুরে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর ৷ তার আগে হুসেনিওয়ালায় জাতীয় শহিদ স্মৃতিশৌধেও যাওয়ার কথা ছিল তাঁর ৷ প্রথমে ঠিক ছিল, হেলিকপ্টারে গন্তব্যে পৌঁছবেন তিনি ৷ কিন্তু, আবহাওয়া খারাপ থাকায় পরে সড়কপথে প্রধানমন্ত্রীকে সেখানে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু, মাঝপথেই আটকে পড়ে মোদির কনভয় ৷ কৃষক বিক্ষোভের জেরে পঞ্জাব হাইওয়ের একটি উড়ালপুলের উপর প্রায় 20 মিনিট আটকে থাকতে হয় দেশের প্রশাসনিক প্রধানকে ৷

punjab government forms high level committee to investigate pm's security breach
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন রাষ্ট্রপতি ৷

গেরুয়া শিবিরের দাবি, পঞ্জাবের কংগ্রেসী সরকারের ষড়যন্ত্রেই প্রধানমন্ত্রীকে মাঝপথে এভাবে আটকে থাকতে হয়েছে ৷ প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে পঞ্জাব সরকারকে কাঠগড়ায় তোলে তারা ৷ আর কংগ্রেসের বক্তব্য হল, সভায় জন সমাগম হবে না বুঝেই কর্মসূচি বাতিল করেন মোদি ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিও (Punjab CM Charanjit Singh Channi) বিজেপির তোলা যাবতীয় অভিযোগ ইতিমধ্যেই খারিজ করে দিয়েছেন ৷ কৃষকদের অবস্থান বিক্ষোভকে প্রধানমন্ত্রী নিরাপত্তায় ‘গাফিলতি’ বলে মানতে রাজি নন তিনি ৷

এই প্রসঙ্গ চরণজিৎ বলেন, ‘‘এটা গণতন্ত্র ৷ এখানে সব মানুষেরই বিক্ষোভ দেখানোর অধিকার রয়েছে ৷ তাই মানুষ প্রতিবাদ করে ৷ বিজেপি নেতারা সাংবাদিক বৈঠক করে বিষয়টিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন ৷ কিন্তু, আদতে এর মধ্যে কোনও রাজনীতি নেই ৷ মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখিয়েছেন ৷ সেখানে প্রধানমন্ত্রীর প্রাণ সংশয়ের মতো কোনও ঘটনাই ঘটেনি ৷ অথচ সেটাকেই প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির তকমা দেওয়া হচ্ছে ৷ আমরা আগেই জানিয়েছিলাম, আবহাওয়া ভাল নয় ৷ তাই প্রধানমন্ত্রীর সফর প্রয়োজনে স্থগিত করা হোক ৷ কিন্তু, ওঁরা সড়কপথে আসার সিদ্ধান্ত নেন ৷’’ পাশাপাশি, মুখ্যমন্ত্রী এটাও মনে করিয়ে দেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় স্থানীয় পুলিশের এক্তিয়ার আগেই কমিয়ে দেওয়া হয়েছে ৷ গোটা বিষয়টাই কেন্দ্রীয় সংস্থাগুলি দেখে ৷ তবে চান্নি যাই বলুন না কেন, বুধবারের ঘটনার জেরে তাঁর পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিজেপি ৷

আরও পড়ুন : Narendra Modi's Security Lapse : নিরাপত্তা ইস্যুতে কর্মসূচি বাতিল করে ভাটিন্ডায় ফিরল মোদির কনভয়

এদিকে, ঘটনার রেশ গড়িয়েছে দিল্লি পর্যন্ত ৷ প্রবীণ আইনজীবী মণীন্দর সিং (Maninder Singh) এই প্রসঙ্গে বলেন, জেলাশাসক পর্যায়ের কাউকে দিয়ে বুধবারের ঘটনার তদন্ত করানো উচিত ৷ যাতে ভবিষ্যতে কখনও এমন ঘটনা না ঘটে ৷ বিষয়টি শীর্ষ আদালতের গোচরে আনা হয়েছে বলেও জানিয়েছেন মণীন্দর ৷ সুপ্রিম কোর্টে রুজু হয়েছে মামলা ৷ শুক্রবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠবে ৷ অন্যদিকে, বুধবারের ঘটনা জানার পরই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ বৃহস্পতিবার সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি ৷ প্রধানমন্ত্রীর মুখ থেকেই শুনে নেন সেই 20 মিনিটের অভিজ্ঞতা ৷

Last Updated :Jan 6, 2022, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.