ETV Bharat / bharat

সকলকে বিনামূল্যে কোরোনার ভ্যাকসিন দিক কেন্দ্র, আবেদন কেজরির

author img

By

Published : Jan 9, 2021, 5:35 PM IST

বিনামূল্যে কোরোনার ভ্যাকসিন দেবে বলে আগেই জানিয়ে রেখেছে দিল্লি সরকার। এবার কেন্দ্রকেও দেশজুড়ে বিনামূল্যে কোরোনার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করার আবেদন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Provide coronavirus vaccine free to everyone: Kejriwal appeals to Centre
সকলকে বিনামূল্যে কোরোনার ভ্যাকসিন দিক কেন্দ্র, দাবি কেজরিওয়ালের

দিল্লি, 9 জানুয়ারি : সকলের জন্য বিনামূল্যে কোরোনার ভ্যাকসিনের ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকার। শনিবার এমনই দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন তিনি টুইট করে এই দাবি তুলেছেন। তিনি লিখেছেন, "কোরোনা ভাইরাস হল এই শতাব্দীর সবচেয়ে বড় প্যান্ডেমিক । আমাদের নাগরিকদের সুরক্ষা দেওয়া তাই খুবই গুরুত্বপূর্ণ। সকলেই যাতে বিনামূল্যে কোরোনার ভ্যাকসিন পায়, তার ব্যবস্থা করার জন্য আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করছি। এর জন্য যা খরচ হবে, তাতে অনেক মানুষের প্রাণ বেঁচে যাবে।"

এখানে উল্লেখ করা প্রয়োজন যে দিল্লি সরকার ইতিমধ্যেই সেখানকার সকলকে বিনামূল্যে কোরোনার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করার কথা ঘোষণা করেছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন গত সপ্তাহে বলেছিলেন, "কোভিড-19 ভ্যাকসিন রাখতে এবং তা দেওয়ার জন্য সর্বতভাবে প্রস্তুত দিল্লি সরকার। প্রথম পর্যায়ে 51 লক্ষ মানুষকে কোরোনার ভ্যাকসিন দেওয়া হবে। দিল্লিতে সবাই বিনামূল্যে ভ্যাকসিন পাবেন।"

আরও পড়ুন: 16 জানুয়ারি থেকে কোরোনার টিকাকরণ শুরু

ভারতে কোরোনার দুটি ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। একটি কোভ্যাকসিন। যা ভারতেই তৈরি হচ্ছে। আর দ্বিতীয়টি হল কোভিডশিল্ড। যা আবিষ্কার করেছে অক্সফোর্ড। আর এই ভ্যাকসিনও ভারতেই তৈরি হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.