ETV Bharat / bharat

9 জানুয়ারি রাজ্যসভার প্রিভিলেজ কমিটির বৈঠক, ভাগ্য নির্ধারণ হবে 11 সাসপেন্ড সাংসদের

author img

By ANI

Published : Jan 4, 2024, 3:06 PM IST

Updated : Jan 4, 2024, 3:12 PM IST

Rajya Sabha Privileges Panel: 9 জানুয়ারি হতে চলেছে রাজ্যসভার প্রিভিলেজ কমিটির বৈঠক ৷ ওই বৈঠকে সাসপেন্ড হওয়া 11 জন সাংসদের কথা শুনবে কমিটি ৷ রেকর্ড হবে বয়ানও ৷

Rajya Sabha
রাজ্যসভার প্রিভিলেজ কমিটি

নয়াদিল্লি, 4 জানুয়ারি: আগামী সপ্তাহে বৈঠক বসছে রাজ্যসভার প্রিভিলেজ কমিটি ৷ সেখানে 11 জন বিরোধী সাংসদকে তাঁদের মতামত জানানোর সুযোগ দেওয়া হবে বলে জানা গিয়েছে । সূত্রের খবর, ডেপুটি চেয়ারম্যান হরিবংশের সভাপতিত্বে 9 জানুয়ারি রাজ্যসভার প্রিভিলেজ কমিটির একটি বৈঠক ডাকা হয়েছে । সম্প্রতি শেষ হয়েছে শীতকালীন অধিবেশন ৷ সেই অধিবেশনে ব্যাঘাত ঘটানোর জন্য এই 11 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে ৷ প্রিভিলেজ কমিটির রিপোর্ট না দেওয়া পর্যন্ত সাংসদরা সাসপেন্ড থাকবেন ।

সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান তুলেছিলেন বিরোধী সাংসদরা ৷ সেই ঘটনা জন্য শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদের কাজে বিঘ্ন ঘটানোয় মোট 146 জন সাংসদকে সাসপেন্ড করা হয় ৷ এর মধ্যে লোকসভার 100 জন এবং রাজ্যসভার 46 জন সাংসদ সাসপেন্ড হয়েছিলেন ।

উল্লেখ্য, শীতকালীন অধিবেশন চলাকালীন 46 জন সাসপেন্ড সাংসদদের মধ্যে 11 জনকে রাজ্যসভার প্রিভিলেজ কমিটির কাছে পাঠানো হয়েছিল । একইভাবে লোকসভার প্রিভিলেজ কমিটিরও 12 জানুয়ারি বৈঠকে বসার কথা ৷ সেই বৈঠকে তিন সাংসদ জয়কুমার, আব্দুল খালেক এবং বিজয়কুমার বসন্তকে শীতকালীন অধিবেশন চলাকালীন 'অনিচ্ছাকৃত আচরণের' জন্য হাউজ থেকে সাসপেন্ডের বিষয়ে আলোচনা করা হবে বলে খবর ৷ কমিটির সামনে মৌখিক বয়ান দেওয়ার সুযোগ পাবেন তিন সাংসদ ।

এর আগে মঙ্গলবার সাসপেন্ডের বিষয়ে বলতে গিয়ে আব্দুল খালেক 13 ডিসেম্বর সংসদের নিরাপত্তা লঙ্ঘনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছিলেন ৷ ওই দিন জিরো আওয়ারে দুই যুবক লোকসভার চেম্বারে ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছিলেন ৷ হাউজের ভেতরে হলুদ ধোঁয়ার ক্যান ছুঁড়ে স্লোগান দিতে থাকে যুবকেরা ৷ অমিত শাহ এ বিষয়ে কেন কোনও মন্তব্য করেননি তা আব্দুল সাংসদ জানতে চান ।

(সংবাদ সংস্থা- এএনআই)

আরও পড়ুন:

  1. লোকসভার পর রাজ্যসভা, অধিবেশনে বাধা দিয়ে সাসপেন্ড উচ্চকক্ষের 45 সাংসদ
  2. সুপ্রিয়া সুলে-শশী থারুর-সহ লোকসভা থেকে সাসপেন্ড আরও 49 সাংসদ, গত 2 দিনে 141
  3. সাসপেন্ড 146 সাংসদ ! যন্তর মন্তরে 'ইন্ডিয়া' জোটের প্রতিবাদ সভায় হাজির খাড়গে-শরদ-ইয়েচুরি-রাহুল
Last Updated : Jan 4, 2024, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.