ETV Bharat / bharat

Head Master Suspended for Obscene Act: পড়ুয়াদের সামনে ক্লাসরুমেই উলঙ্গ হয়ে ঘুম ! বরখাস্ত প্রধান শিক্ষক

author img

By

Published : Jul 28, 2023, 9:18 AM IST

Updated : Jul 28, 2023, 9:33 AM IST

নগ্ন হয়ে পড়ুয়াদের সামনে ক্লাসে ঘুমিয়ে পড়ার শাস্তি ৷ বরখাস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৷ লজ্জাজনক এই ঘটনাটি উত্তরপ্রদেশের বাহরাইচের ৷ কী হয়েছিল সেদিন ক্লাসে ?

ETV Bharat
প্রতীকী ছবি

বাহরাইচ (উত্তরপ্রদেশ), 28 জুলাই: মদ্যপ অবস্থায় ছাত্রদের সামনে নগ্ন হয়ে ক্লাসরুমে ঘুমিয়ে পড়ায় বরখাস্ত প্রধান শিক্ষক ৷ শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচের বিশ্বেশ্বরগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৷ এমনকী প্রধান শিক্ষকের ঘুমোনোর মুহূর্তটি ভাইরালও হয়েছে অনলাইনে ৷ যেখানে দেখা গিয়েছে, ওই স্কুলের প্রধান শিক্ষক দুর্গাপ্রসাদ জয়সওয়াল সেভাবেই ক্লাসরুমে ঘুমোচ্ছেন ৷

ঘটনার কথা জানাজানি হতেই ব্লক শিক্ষা আধিকারিকের প্রাথমিক তদন্তের ভিত্তিতে ওই প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে ৷ যদিও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভাইরাল হওয়া ভিডিয়োটির সত্যতার বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি ৷ দুর্গাপ্রসাদ প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন বাহরাইচের শিবপুর বৈরাগী প্রাথমিক বিদ্যালয়ে ৷

এই ঘটনার পর বেশ কয়েকজন বিক্ষুব্ধ অভিভাবক দাবি করেন, এটা প্রথমবার নয় ৷ এই প্রধান শিক্ষক আগেও এমন কুকর্ম করেছেন ৷ অভিভাবকদের আরও দাবি, দুর্গাপ্রসাদ প্রায়শই শিক্ষার্থীদের সামনে অশ্লীল কার্যকলাপে লিপ্ত হতেন ৷ এদিনও বলেছিলেন যে ক্লাসে কাপড় খুলে তিনি ক্লাসে বিশ্রাম নেবেন ৷ প্রধান শিক্ষকের এহেন আচরণে মেয়েরা স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছে ৷

তবে এদিনের বিষয়টি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিকারী (বিএসএ) তদন্তের নির্দেশ দিয়েছিলেন ৷ আর তারপরই দুর্গাপ্রসাদকে বরখাস্ত করা হয় ৷ এই বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিকারী অব্যক্ত রাম তিওয়ারি বলেন, "আমরা দুর্গাপ্রসাদ জয়সওয়ালের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি ৷ ব্লক শিক্ষা অফিসারের প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাকে বরখাস্ত করা হয়েছে ৷ বিভাগীয় তদন্ত চলছে ৷ প্রয়োজনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হবে ৷" পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি ৷ এফআইআর দায়ের হলে গ্রেফতারি করার সম্ভাবনা রয়েছে ৷ বিভাগীয় তদন্তের সিদ্ধান্তের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হতে পারে ৷

আরও পড়ুন : বাঁকুড়ায় প্রকাশ্যে আইসিকে উলঙ্গ করার হুমকি বিজেপি নেতার

Last Updated : Jul 28, 2023, 9:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.