ETV Bharat / bharat

Kovind on Indian Economy : করোনার মধ্যেও দৃষ্টান্তমূলক অগ্রগতি হয়েছে দেশের অর্থনীতির, দাবি রাষ্ট্রপতির

author img

By

Published : Jan 25, 2022, 9:59 PM IST

করোনাকালেও দৃষ্টান্তমূলক অগ্রগতি হয়েছে দেশের অর্থনীতির, মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে এমনটাই দাবি করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind on Indian Economy) ।

Ram Nath Kovind speaks about Indian Economy
সাধারণতন্ত্র দিবসের আগে জাতির উদ্দেশ্য রাষ্ট্রপতির ভাষণ

নয়াদিল্লি, 25 জানুয়ারি : দেশের অর্থনীতি ফের অগ্রসর হচ্ছে বলে অভিমত প্রকাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ (President Ram Nath Kovind on Indian Economy) । জানালেন, আত্মনির্ভর ভারত প্রকল্প সফল হয়েছে । দেশের অর্থনৈতিক অবস্থা ফিরছে ।

দেশজুড়ে 73তম সাধারণতন্ত্র দিবস পালিত হবে । তার আগে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি । তিনি বলেন, "কোভিড পরিস্থিতিতে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে । তবে তারপরও গত অর্থবর্ষের তুলনায় এই বছর অর্থনৈতিক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে । তাঁর দাবি, এটা সম্ভব হয়েছে কারণ কঠিন সময়ে কেন্দ্রীয় সরকার ঐকান্তিকভাবে প্রতিটি ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে । তাঁর মতে, সামগ্রিক এই অগ্রগতি সম্ভব হয়েছে আত্মনির্ভর ভারত প্রকল্পের বাস্তবায়নের জন্য ।

রাষ্ট্রপতি জানান, ভারত নিজেকে প্রথম পঞ্চাশটি সৃজনশীল অর্থনীতির মধ্যে তুলে আনতে পেরেছে । পাশাপাশি মেধার বিকাশও ঘটেছে ।

তবে শুধু আত্মনির্ভর ভারতই নয়, রাষ্ট্রপতি দেশের কৃষিক্ষেত্র এবং উৎপাদনক্ষেত্রের অবদানের কথাও উল্লেখ করেছেন এদিন তাঁর ভাষণে । রাষ্ট্রপতি বলেন, “দৃষ্টান্তমূলক এই আর্থিক অগ্রগতির পিছনে রয়েছে কৃষিক্ষেত্র এবং উৎপাদনক্ষেত্র । আমি খুশি যে আমাদের কৃষকরা বিশেষ করে তরুণ প্রজন্ম আগ্রহের সঙ্গে জৈব পদ্ধতি অবলম্বন করেছেন ।”

আরও পড়ুন : Union Budget 2022-23 : আগামী মঙ্গলবার সংসদে বাজেট পেশ নির্মলা সীতারামনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.