ETV Bharat / bharat

Coromandel Express Accident: ট্রেন দুর্ঘটনায় সব রকম সাহায্যের আশ্বাস মোদির, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর

author img

By

Published : Jun 2, 2023, 11:08 PM IST

ওড়িশায় বালাসোরে দুর্ঘটনার কবলে শালিমার থেকে চেন্নাইগামী আপ করমণ্ডল এক্সপ্রেস ৷ আহত সাড়ে 300 ৷ মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল 50 ৷ শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

Etv Bharat
ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ

বালাসোর, 2 জুন: ভয়ানক দুর্ঘটনার মুখে পড়েছে শালিমার থেকে চেন্নাইগামী আপ করমণ্ডল এক্সপ্রেস । ওড়িশার বালাসোরের কাছে শুক্রবার সন্ধ্যায় মালগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফেল লাইনচ্যুত হয় করমণ্ডল এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি ৷

এই দুর্ঘটনায় টুইট বার্তায় দুঃখপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । টুইট বার্তায় রাষ্ট্রপতি লিখেছেন,"ওড়িশার বালাসোরে একটি দুর্ভাগ্যজনক রেল দুর্ঘটনায় প্রাণহানির বিষয়ে জানতে পেরে গভীরভাবে মর্মাহত ৷ ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছি ৷ উদ্ধার অভিযানের সফলতা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷"

  • Deeply anguished to know about the loss of lives in an unfortunate rail accident in Balasore, Odisha. My heart goes out to the bereaved families. I pray for the success of rescue operations and quick recovery of the injured.

    — President of India (@rashtrapatibhvn) June 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী টুইটে শোক জ্ঞাপন করে লিখেছেন, "ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মর্মাহত ৷ এই দুঃসময়ে আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক ৷ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা হয়েছে ৷ তিনি পরিস্থিতি খতিয়ে দেখছেন ৷ দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে ৷"

  • Distressed by the train accident in Odisha. In this hour of grief, my thoughts are with the bereaved families. May the injured recover soon. Spoke to Railway Minister @AshwiniVaishnaw and took stock of the situation. Rescue ops are underway at the site of the mishap and all…

    — Narendra Modi (@narendramodi) June 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ভয়াবহ দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেস, দুমড়ে-মুচড়ে গেল একাধিক বগি, মৃতের সংখ্যা বেড়ে 50


একইভাবে এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । টুইটারে দুঃখপ্রকাশ করে তিনি লিখেছেন, "ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনা গভীর বেদনাদায়ক । এনডিআরএফ দল ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং অন্যান্য দলগুলিও উদ্ধার অভিযানে যোগ দিতে পৌঁছেছে । শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ।"

  • The train accident at Balasore in Odisha is deeply agonizing. The NDRF team has already reached the accident site, and other teams are also rushing to join the rescue operation. My condolences to the bereaved families and praying for the speedy recovery of those injured.

    — Amit Shah (@AmitShah) June 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">


প্রসঙ্গত, শুক্রবার দুপুর 3টে 15 মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে ছাড়ে চেন্নাইগামী 12841 আপ করমণ্ডল এক্সপ্রেস । ট্রেনটি নির্দিষ্ট সময়েই খড়গপুর পৌঁছয় । এরপর পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশন ছাড়ে বিকেল সওয়া 5 নাগাদ । সন্ধ্যা সাড়ে 6টা নাগাদ ট্রেনটি পৌঁছয় বালাসোরে । তারপর সেই স্টেশন থেকে ছেড়ে যেতেই বাহাঙ্গা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷

আরও পড়ুন : দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.