ETV Bharat / bharat

President Election 2022: বিমানের আসনজুড়ে বসে 'মিস্টার ব্যালট বক্স'

author img

By

Published : Jul 19, 2022, 1:55 PM IST

বিমানের আসনজুড়ে বসে রয়েছে 'মিস্টার ব্যালট বক্স' (Mr Ballot Box)৷ রাষ্ট্রপতি নির্বাচনের পর এ ভাবেই ব্যালট বাক্স দিল্লিতে ফেরানোর ব্যবস্থা করল নির্বাচন কমিশন (President Election 2022)৷

President Election 2022: Election Commission buys separate air tickets for Mr Ballot Box
বিমানের আসনজুড়ে বসে 'মিস্টার ব্যালট বক্স'

নয়াদিল্লি, 19 জুলাই: মিস্টার ব্যালট বক্স (Mr Ballot Box)৷ এই নামেই বুক করা হয়েছে বিমানের টিকিট (President Election 2022)৷ বিমানের আসন জুড়ে সফর করছে ব্যালট বাক্স ৷ রাষ্ট্রপতি নির্বাচন শেষ হওয়ার পরই বিমানে ব্যালট বাক্স নিয়ে এ ভাবেই দিল্লি ফিরলেন নির্বাচনী আধিকারিকরা ৷

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন 14টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যালট বক্স পাঠিয়েছিল ৷ রাজ্যগুলিতে ব্যালট বক্স পাঠানো ও নির্বাচনের পর তা দিল্লিতে ফিরিয়ে আনার জন্য বিমানে যাওয়া ও আসার টিকিট কাটা হয়েছিল ৷ 'মিস্টার ব্যালট বক্স' নামে বুক করা হয়েছিল সেই টিকিট ৷

আগে সুপারভাইজিং আধিকারিকদের হ্যান্ড ব্যাগেজেই পাঠানো হত এই ব্যালট বক্স ৷ তবে এ বার সেই নিয়ম বদলানো হয়েছে ৷ বিমানে রীতিমতো আলাদা টিকিট কেটে ব্যালট বাক্স পাঠানো হয়েছে ৷ তার ফলে বিমানের আসনে সযত্নে রাখা হয়েছিল সেই ব্যালট বাক্স ৷ আর তার পাশের আসনে ছিলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা ৷ সেই ছবি টুইট করেছে নির্বাচন কমিশন ৷

  • "After the polling for #PresidentialElections2022 concluded peacefully today, Mr Ballot Box boarded the flight to Delhi accompanied by respective AROsof Assam, Gujarat and Karnataka. The counting of votes is scheduled on July 21," tweeted the Election Commission of India pic.twitter.com/6clyXZ6V62

    — ANI (@ANI) July 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রাষ্ট্রপতি ভোটের ব্যালট বাক্স কড়া নিরাপত্তায় দিল্লি যাবে মঙ্গলবার

জানা গিয়েছে, কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে দিল্লি বিমানবন্দর থেকে ব্যালট বাক্সগুলি নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের রিটার্নিং অফিসারের ঘরে । 21 জুলাই হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা ৷ সে দিনই বোঝা যাবে ব্যালট বাক্সে কোনদিকে পাল্লা ভারী রয়েছে ৷ দ্রৌপদী মুর্মু নাকি যশবন্ত সিনহা - কে হতে চলেছেন রাইসিনা হিলসের বাসিন্দা ৷ তবে হিসেব বলছে, সহজেই রাষ্ট্রপতি ভবনে পাড়ি জমাতে চলেছেন এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.