ETV Bharat / bharat

PK on Congress : কংগ্রেসকে সারা দেশে জেতার পরিকল্পনা বাতলেছিলেন, নিজেই জানালেন পিকে

author img

By

Published : Apr 30, 2022, 9:44 PM IST

pk presentation to Congress
কংগ্রেসকে গোটা দেশে জেতার পরিকল্পনা বাতলেছিলেন পিকে

দিন কয়েক আগে প্রশান্ত কিশোর জানিয়েছেন, তিনি কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করছেন (Prashant Kishor has declined the offer to join Congress) ৷

হায়দরাবাদ, 30 এপ্রিল : সম্প্রতি তিনি ফিরিয়ে দিয়েছেন কংগ্রেসে যোগদানের প্রস্তাব ৷ ভোট কুশলী প্রশান্ত কিশোরের এই সিদ্ধান্তের পর রাজনৈতিক মহলে ফের জল্পনা শুরু হয়েছে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী মঞ্চের ভবিষ্যৎ নিয়ে ৷ 2024 লোকসভা ভোটে বিজেপিকে দিল্লির মসনদ থেকে সরাতে কংগ্রেসের নেতৃত্বেই দানা বাঁধবে বিরোধী জোট নাকি তৈরি হবে তৃতীয় বিকল্প, চলছে আলোচনা ৷ কংগ্রেসের সঙ্গে তাঁর ঠিক কী আলোচনা হয়েছিল তা নিয়েও উৎসাহ রয়েছে অনেকের ৷

এই প্রসঙ্গে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor On Congress) ৷ বিবিসি'কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কংগ্রেসকে তিনি 600 স্লাইডের যে প্রেজেন্টেশন দিয়েছিলেন তা নরেন্দ্র মোদিকে হারানোর বিষয়ে ছিল না ৷ বরং কংগ্রেস কী করে সারা দেশে জিততে পারে তা নিয়ে (Presentation to Congress was not about how to defeat Modi but to win India said Prashant Kishor)৷ পিকে'র কথায়, "এই দুইয়ের মধ্যে ফারাক রয়েছে ৷ প্রেজেন্টেশনে মোদিকে হারানো বা নির্দিষ্ট কোনও রাজ্যে কংগ্রেসের জেতার বিষয়ে আলোচনা করা হয়নি ৷ কংগ্রেস কীভাবে তাদের হারানো গৌরব পুনরূদ্ধার করতে পারে সেই বিষয়ে বলা হয়েছিল ৷ জাতীয় রাজনীতিতে কংগ্রেস যাতে ফের শক্তিশালী হয়ে উঠে আসতে পারে তা নিয়ে পরামর্শ দেওয়া হয়েছিল ৷ একটা বা দুটো নির্বাচনে জেতার বিষয় নয় ৷ "

আরও পড়ুন : 15 মিনিটের সাক্ষাতে মোদিকে কী বললেন মমতা ?

অন্য এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেশে তৃতীয় বিকল্পের ভবিষ্যৎ নিয়েও মুখ খুলেছেন পিকে ৷ জানিয়েছেন, বিজেপিকে হারানো কোনও তৃতীয় ফ্রন্টের কর্ম নয়, দ্বিতীয় ফ্রন্টই এই কাজ করতে পারে ৷ তাঁর কথায়, "কোনও তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট এদেশের নির্বাচন জিততে পারবে বলে আমি বিশ্বাস করি না ৷ বিজেপি যদি প্রথম ফ্রন্ট হয় তাহলে একমাত্র দ্বিতীয় ফ্রন্টই তাদের হারাতে পারে ৷ যদি কোনও দল বিজেপিকে হারাতে চায় তাহলে সেই দলকে দ্বিতীয় ফ্রন্ট হিসেবেই উঠে আসতে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.