ETV Bharat / bharat

Lynching in Rajasthan: মোরগ কেনা নিয়ে বচসার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুন

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 8:22 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Poultry Owner Accuses of Beating Man to Death in Rajasthan: মোরগ কেনা নিয়ে বচসার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল পোলট্রি মালিকের বিরুদ্ধে ৷ এই ঘটনায় পোলট্রি মালিককে সাহায্য করেছে তাঁর ভাইপো এবং জামাই ৷

অনুপগড় (রাজস্থান), 27 সেপ্টেম্বর: মোরগ কেনা নিয়ে সমস্যার জেরে এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে মারার অভিযোগ উঠল পোলট্রি মালিক-সহ তিনজনের বিরুদ্ধে ৷ মঙ্গলবারে ঘটনাটি ঘটেছে রাজস্থানের অনুপগড় জেলায় ৷ এই ঘটনায় প্রধান অভিযুক্ত ফাট্টু রামকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে, তাঁর ভাইপো ও জামাই এখনও অধরা রয়েছে বলে জানা গিয়েছে ৷ মৃত রামকিষাণ বাওরির দেহ গতকাল রাতেই পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার সরকারি হাসপাতালে পাঠিয়ে দিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, রামকিষাণ বাওরি, ফাট্টু রামের পোলট্রি থেকে 3টি মোরগ কিনেছিলেন ৷ মোরগ তিনটি কেনার পর সেগুলিকে কাটেন রামকিষাণ বাওরি ৷ কেন রামকিষাণ মোরগগুলিকে কাটলেন ? সেই রাগে তাঁর সঙ্গে বচসায় জড়ায় ফাট্টু রাম ৷ অভিযোগ এর পর ভাইপো এবং জামাইয়ের সঙ্গে ষড়যন্ত্র করেন পোলট্রি মালিক ৷ সেই মতো রামকিষাণকে ডেকে পাঠান ৷ সেখানে ফাট্টু রামের জমিতে গাছের সঙ্গে রামকিষাণ বাওরিকে বাঁধা হয় ৷ এর পর লাঠি দিয়ে ফাট্টু রাম এবং তাঁর ভাইপো ও জামাই তাঁকে মারে বলে অভিযোগ ৷

বীভৎস মারের কারণে বাঁধা অবস্থাতেই রামকিষাণের মৃত্যু হয় ৷ এই ঘটনা জানাজানি হতেই, গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ উত্তেজিত গ্রামবাসী ফাট্টু রামের পোলট্রিতে হামলা করতে যায় ৷ কিন্তু, গ্রামবাসীদের কয়েকজনই পুলিশ ঘটনার খবর দেয় ৷ ফলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় ৷ পুলিশের বাহিনী মোতায়নে করা হয় ৷ রাতেই রামকিষাণের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান তদন্তকারীরা ৷ সেই সঙ্গে মূল অভিযুক্তকে নিজেদের হেফজতে নেয় পুলিশ ৷ ফাট্টু রামকে গ্রেফতার করা হলেও, তাঁর ভাইপো ও জামাই পলাতক ৷ তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

আরও পড়ুন: ফের ছেলেধরা সন্দেহে গণপিটুনি! মানসিক ভারসাম্যহীনকে উদ্ধার করল পুলিশ

এই ঘটনায় এসআই যশপাল সিং জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর মূল অভিযুক্ত ফাট্টু রামকে তারা হেফাজতে নিয়েছেন ৷ বাকি দুই পলাতক অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে ৷ রামকিষাণের দেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে, মৃত্যুর কারণ স্পষ্ট হবে ৷ তবে, প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মারধরের কারণে শরীরে আঘাতের কারণে মৃত্যু হয়েছে তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.